• বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা রাজধানী খিলগাঁও, ঈদুল আযহারের তৃতীয় দিনে ডিপুর পরিচ্ছন্ন কর্মীদের সাথে প্রেরণামূলক দেখা সাক্ষাৎ। কাউন্সিলর পতপ্রার্থী বিদেশে ভিক্ষাবৃত্তি, পাকিস্তানে হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল ৩ দিনে এলো সাড়ে ৭ হাজার কোটি টাকা, অর্থনীতিতে স্বস্তির বার্তা পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান প্রযুক্তির পাখায় উড়ছে সম্ভাবনা: আনসার সদস্য আবুল হোসেনের উদ্ভাবনী উড়োজাহাজ প্রবীণ সম্পাদকের অজান্তেই মামলা ও ওয়ারেন্ট: সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদ *বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান, বিএ অনার্স এমএ (ঢাবি)* গাজীপুর ১ আসনে জননেতা জনাব মো:হুমায়ুন কবির খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শিমুল আহমেদ (জসিম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের আগামীর ধানের শীষের কান্ডারী, জননেতা জনাব মোঃ হুমায়ুন কবির খান ব্রাক্ষণবাড়িয়া বিজেশ্বর সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভূঞার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের লিখিত অভিযোগ!

শ্রীপুরে শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

সময়ের কন্ঠ রিপোর্ট / ৩৩২ ৫৮০০০.০ বার পাঠক
Update : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

শ্রীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত জে.এস.সি’র বৃত্তির ফলাফলে ১১জন ট্যালেন্টপুলসহ ২৫জন বৃত্তি লাভ করেছে। অসাধারণ সাফল্যের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠান শ্রীপুর উপজেলার শীর্ষ তথা প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ২৫টি বৃত্তির মধ্যে ১১জন ট্যালেন্টপুল ও ১৪জন সাধারণ গ্রেড।

শিক্ষার্থীদের উৎসাহ ও সামনে আরও ভালো ফলাফল পাওয়ার আশায় এ্যাড. রহমত আলী অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার সৌজন্যে ১১জন কৃতী শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অভিভাবক সদস্য রেজাউল করিম রুহুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. হারুন অর-রশীদ (ফরিদ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা শেখ আতাহার আলী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার ম্যানেজার মোয়াজ্জেম হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) হারুন অর রশীদ, অভিভাবক সদস্য আলী আজগর বি.কম, এমরান হাসান, চাঁন মিয়া, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার ২৫জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের কাছে যা আছে আমাদের কাছে নেই, সেটি হলো সময়। তোমাদের হাতে আছে প্রচুর সময় । সময়কে কাজে লাগানোর এখনি সময়। তোমরা যদি সময়ের মূল্য দাও তাহলে জীবনের মূল্য পাবে। আজ যে ২৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছো তোমরা দেশের বিভিন্ন যায়গায় বিভিন্ন ভাবে বড় হতে হবে। এসময় তিনি শিক্ষকদের ক্লাসে মনোযোগী হওয়ার আহবান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. হারুন অর-রশীদ (ফরিদ) তিনি এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতার প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১জন ছেলে-মেয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার সৌজন্যে বাই-সাইকেল বিতরণ করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বৃত্তিপ্রাপ্ত ২৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার সৌজন্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১জন ছেলে-মেয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....