বিগত দিনের নিখোঁজ হয়েছেন ০৪-৫ মে ২০১৩ সালথেকে দিবাগত দিন থেকে নিখোঁজ হয়েছেন ১৮ বছরের মোঃ এনামুল হক নামের এক যুবক আজ ও মিলেনি তার হদিস সকল পরিবারের খুঁজে বেড়াচ্ছেন দীর্ঘ ১০ বছর জানেন না কোথায় আছেন কেমন আছেন এখনো জানতে চায় এক দুঃখী মা আর বাবা ভাই রাও খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন জেলার শহরগুলোতে। যদি কেউ তার দয়ালু কোন মানুষ জানেন তাহলে খোঁজ দিয়ে পরিবারটি হতাশাকে বাঁচিয়ে রাখা সকল মানুষেরই দায়িত্ব।
ঠিকানা প্রকাশ করা হলো। মোঃ এনামুল হক বয়স আনুমানিক(৩১)
সম্পাদক মন্ডলীঃ প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বোরহান হাওলাদার(জসিম)সহ সম্পাদকঃ সাথী আক্তার,অতিরিক্ত সম্পাদকঃ এইচ এম আবু তালেব।ব্যবস্থাপনা সম্পাদক:মাহফুজুর রহমান(দীপ্ত) অনলাইন বার্তা সম্পাদকঃ মোঃ মাহবুবুর রহমান
সম্পাদক,কর্তৃক শামীম প্রিন্টিং,প্রেস,১৯৪/৫,ফকিরেরপুল থেকে মুদ্রিত,মতিঝিল ঢাকা ১০০০।