পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগ নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে।
এদিকে এক দফা এক দাবি সরকার কবে যাবি আরেক আতঙ্কের নাম পুলিশ এবার জনগণের পুলিশগুলো অনিয়ম দুর্নীতিতে গিরা তাদের ভিতরে অনিয়ম ও দুর্নীতিবাজ দের কেও বিচারের আওতায় আনতে হবে পুলিশ এখন জনগণে আত্মা হারিয়ে ফেলেছি তবে বাংলাদেশ পুলিশের নতুন নামে ঘুরিয়ে দেখতে চাই দেশের জনগণ এবং চলমান নাম পরিবর্তন করে পুলিশের নামটি মনে হয় এখন স্বৈরাশ শাসন নামটি বিদায় পুলিশ নামটি ও এক দফাএক দাবি পুলিশের নামটি ও কবে যাবে চাচ্ছেন জনগণ।