নিজস্ব প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় পুলিশ সদস্যরা যোগদান করে দায়িত্ব পালন শুরু করেছেন।
প্রায় এক সপ্তাহ কালিয়াকৈর থানা পুলিশ শূন্য থাকার পর গতকাল পুলিশ সদস্যরা থানায় যোগদান করেন। আজ সোমবার (১২ আগস্ট) থানা চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।
স্থানীয় জনগণকে ইতিমধ্যে আইনি সেবা দিতে শুরু করেছেন কালিয়াকৈর থানার পুলিশ সদস্যরা। জনগণের বন্ধু হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন।
ইতিমধ্যে থানায় জনগণকে সেবা প্রদান করা শুরু হয়েছে। সাধারণ মানুষও খুশি আবার পুলিশি সেবা পেয়ে।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গতকাল রাতে কালিয়াকৈর থানায় উপস্থিত হন। পরে সোমবার (১২ আগস্ট) সকাল থেকেই অল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করা হয়।