নিজস্ব প্রতিনিধি:
বিগত দিনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরি করে নির্বাচিত চাল চোর ও দুর্নীতিবাজ চেয়ারম্যান পল্টুর আপসারনের দাবিতে বৃহস্পতিবার কাকচিড়া ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নের ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।পাথরঘাটার কাকচিড়ার ইউপি চেয়ারম্যান পল্টুর অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বিগত ইউপি নির্বাচনে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পল্টুর। নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। সাধারণ মানুষের ভাতার কার্ডে টাকা নেওয়া, চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে ইউপি চেয়ারম্যান পল্টুর অপসারণ দাবি করেন তারা। এ সময় বক্তব্য দেন, নাসির শিকদার, সেলিম পহলান, মোর্শেদ সিকদার, ফুয়াত জোমাদ্দার,মজনু দালাল,হাবিবুর রহমান সোহাগ, মোঃ বাদল হাওলাদার ও গোলাম ছরোয়ার সহ অনেকে। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ হওয়ায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা ছাত্র-যুবদলসহ অন্যান্য নেতাকর্মীরা।