• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারকে আরো সক্রিয় হতে হবে চরফ্যাশন খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা করে দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।। বেগমগঞ্জে জামায়াতে যোগ দেওয়া ছাত্রদল নেতাকে গুলি নরসিংদীতে গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী যুবায়ের মিয়ার বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলা হাইকোর্টে বাতিল ছাত্র রাজনীতি ও অন্যান্য এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ভোলার চরফ্যাশনে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা করে চাল বিতরণ করা হয়েছে।। সাংবাদিক কে তথ্য সংগ্রহে বাধা দিয়ে, গাজীপুর জেলা বারের বিএনপি পন্থী আইনজীবী আশরাফুল হুদা স্বৈরাচারী খুনি হাসিনার প্রেতাত্মা গুন্ডার পরিচয় দিয়েছেন কী? চরফ্যাশনে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা পেলো মাদ্রাসা শিক্ষার্থী।। সময়ের কন্ঠ’র দৃষ্টিতে জাবিতে “সমগীত সাংগঠনিক কর্মশালা

৩২ সাংবাদিকসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

সময়ের কন্ঠ রিপোর্ট / ৮৬ ৫০০০.০ বার পাঠক
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

ছবি: সংগৃহীত

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এই গণহত্যাকাণ্ডে উস্কানি দেওয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মো. গোলাম রাজ্জাক এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী গাজী এইচ তামিম।

আইনজীবী তামিম গণমাধ্যমকে জানান, শ্যামলী রিং রোডে বিজয় মিছিলে গুলিতে নিহত হয় গোলাম রাজ্জাকের ছেলে নাফিস। পরে তিনি ধানমন্ডির তদন্ত সংস্থায় বৃহস্পতিবার এ অভিযোগ আনেন।

তামিম আরও জানান, যেসব সাংবাদিক ৩ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে গণহত্যা চালিয়ে নেওয়ার উস্কানি দেন, তাদের আসামি করা হয়।

সাংবাদিকদের মধ্যে রয়েছে নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ইকবাল সোবহান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। ফরিদা ইয়াসমিন, সভাপতি প্রেস ক্লাব, ঢাকা ও সাবেক এমপি। শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব, ঢাকা । মোজাম্মেল বাবু, সিইও, প্রধান সম্পাদক, একাত্তর টিভি। নবনীতা চৌধুরী, সাংবাদিক ও টিভি সঞ্চালক। সুভাষ সিংহ রায়, সম্পাদক, এবি নিউজ ২৪ ডটকম। আহমেদ যোবায়ের, এমডি, সময় টিভি। তুষার আব্দুল্লাহ, সাবেক বার্তা প্রধান, সময় টিভি (বার্তা প্রধান এখন টিভি)। সাইফুল আলম, সিইও, ডিবিসি নিউজ। নইম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। আবেদ খান, সাবেক সম্পাদক, সমকাল।

প্রভাষ আমিন, বার্তা প্রধান, এটিএন নিউজ। ফারজানা রুপা, সাবেক প্রধান প্রতিবেদক, একাত্তর টিভি। শাকিল আহমেদ, বার্তা প্রধান, একাত্তর টিভি। মিথিলা ফারজানা (মোবাশ্বিরা ফারজানা মিথিলা), হেড ও কারেন্ট অ্যাফেয়ার্স, একাত্তর টিভি। জাহেদুল হাসান পিন্টু, সম্পাদক, ডিবিসি। মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি। আশীস সৈকত, প্রধান বার্তা সম্পাদক, ইন্ডিপেনডেন্ট টিভি। মানস ঘোষ, হেড অব নিউজ, এশিয়ান টিভি। প্রণব সাহা, ডিবিসি। মাসুদা ভাট্টি, বাংলাদেশের সাবেক তথ্য কমিশনার। মুন্নী সাহা, সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ। জ ই মামুন (জহিরুল ইসলাম মামুন) সাবেক প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা। স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক দৈনিক জনকণ্ঠ। সোমা ইসলাম (চ্যানেল আই)। শ্যামল সরকার (ইত্তেফাক), অজয় দাশ (সমকাল), আশরাফুল আলম খোকন, সাবেক প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিবসহ কতিপয় দালাল সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও কথিত সুশিল ব্যাক্তিবর্গ।

এর আগে, ১৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো নিউজ