এম মাহাবুবুর রহমান নাজমুল বার্তা সম্পাদক।।বিএনপি’র কেন্দ্র ঘোষিত সন্ত্রাস বিরোধী গণ মিছিলের অংশ হিসেবে চরফ্যাশনে আজ মঙ্গলবার সন্ত্রাস বিরোধী গন মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চরফ্যাশন সদর রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চরফ্যাশন পৌর শহর প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়।উপজেলা বিএনপি আয়োজিত এই গণ মিছিলে হাজারো নেতাকর্মীর মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক কাজি মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল। স্বেচ্ছা সেবকদলের সাবেক সভাপতি মীর সায়েদ ও উপজলা শ্রমিকদলের সাবেক সভাপতি মীর আজাদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের দুঃশাসন গোটা
বাংলাদেশকে একটা কারাগারে রূপান্তর করছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুরো জাতিকে সংকটে রেখে রাষ্ট্রকে সংকটের মুখে ঠেলে দিয়ে গোটা দেশকে আজ ধ্বংস করে দিয়ে গেছে। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে দেশের অর্থনীতির অস্তিত্ব বিলীন করে দিয়েছে আওয়ামীলীগ। হাসিনা ও তার সরকারের এমপি মন্ত্রীরা উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে টাকা পাচার করেছে। মানুষের বেঁচে থাকার ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে সরকারের পা চাটা ব্যবসায়ী আর আমলা সিন্ডিকেট মূল্য নিয়ন্ত্রণে নজর না দেয়ায় নিত্যপণ্যের দামের কাছে দেশের মানুষ নতিস্বীকার করে অসহায় জীবন-যাপন করছে। এজন্য চরফ্যাশন তথা সারাদেশে যেন বিএনপির মধ্যে আওয়ামীলীগের গুন্ডা বাহিনী অনুপ্রবেশ করতে না পারে সে দিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। এসময় গণ মিছিলে অংশ নেয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।