মোঃ হাসান আলী নিজস্ব প্রতিনিধি
মানববন্ধন করেছে সাধারণ ছাত্র ও জনতা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর ৩ নং ওয়ার্ডের কাশিমপুর টু শ্রীপুর রোডের ডিবিএল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তাহা মেডিকেল ফার্মার এমডি মোহাম্মদ ফজলে রাব্বী বলেন, মানুষের আয় বাড়েনি, কিন্তু খরচ বেড়েছে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির এই সময়ে অসুস্থ মানুষের সেবার সামান্য স্যালাইন ও ডায়াবেটিসের ওষুধের দাম বাড়ানো মেনে নেওয়া যায় না। এই মূল্য বৃদ্ধিকে সমর্থন দিয়ে চলছে কাশিমপুরের বিসিডিএস নামের একটি সংগঠন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ ছাত্র, জনতা, রোগীসহ বিভিন্ন ঔষধ ফার্মেসির মালিকগন।