এটা একটা রাজনীতির চাল গুজবে কান দেবেন না গোলাপ শাহ মাজারের ইতিহাস ২০০বছরের।এদেশে ইসলাম প্রচার করেছেন তাঁরা,আজ যারা মাজার ভাঙ্গার জন্য উঠে পরে লেগেছেন তাঁরা ভুলে যাইয়েন সে কথা।দেশে সংস্কারের অনেক কিছু আছে সেদিকে মনোযোগ দেন,সবচেয়ে বড় বিষয় নিজেকে সংস্কার করুন,লেবাসে মুসলমান না হয়ে অন্তরে ধারণ করুন,ইসলাম শান্তির ধর্ম,মানবিকতা বাঁচিয়ে রাখুন।
আপনার মূর্তি পাহারা দেন আর অলি আউলিয়ার মাজার ভাঙ্গেন এই নীতিরীতি কোথায় পেলেন।
যে যেখানে শান্তি পায় সেখানে থাকতে দেন আর না বুঝলে গোলাপ শাহ মাজারে হাত দিয়ে দেখেন কি হয়?
মহান আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন।
অনুসন্ধানে জানা যায় চক্রান্তমূলক সাবেক এমপি মজিবুল বছরের এই চাল তাদের ভক্তগণ করছেন।