ষ্টাফ রিপোর্টার।।ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে ল্যান্ডের ব্যাবসায়িক ও আদিপত্যকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় -৪ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার(১৫ সেপ্টেম্বর) উপজেলার দুলারহাট থানাধীন আহাম্মদপুর ইউনিয়নের অবস্থিত নুরাবাদ হাজিরহাট বাজারে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, মো: ইয়ামিন মীর (৩৮) পিতা মীর মো: সিদ্দিক মো: আল-আমিন মীর (৪২)পিতা মীর মো: সিদ্দিক মো: রিয়াজ মির (২৮)পিতা মো:জাকির হোসেন মীর(৬০ কালাম মীর (৫৫)পিতা মৃত কাসেম আলী মীর।
রবিবার (১৫সেপ্টেম্বর) প্রতিদিনের মতো হাজিরহাট বাজারের বাসায় অবস্থান করেন তারা।এক ভাই বলেন আমার ভাই একজন ল্যান্ডের ব্যাবসায়ী।হাজিরহাট বাজারের আদিপত্যকে কেন্দ্র করে একই দিনে সন্ধা ৭ টার সময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ,চাইনিজ কুড়াল,লাঠি-সোঁটা ও লোহার রড নিয়ে জনতাবদ্ধে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারিয়া গুরুতর রক্তাক্ত জখম করে।দুর্বৃত্তরা বাজারের বাসায় হামলা ও লুটপাট সহ আমাদের বাসা ভাংচুর করে। আমাদেরকে এলোপাতাড়ি মারপিট করে।দুর্বৃত্ত’রা আমার ভাইয়ের সাথে থাকা ৩৫ হাজার টাকা মূল্যের মোবাইল ও নগদ-টাকা ছিনাইয়া নিয় যায়।
আমাদেরকে উপস্থিত লোকজন গুরুতর জখমী অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার পর চরফ্যাশন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সরেজমিনে গেলে সংবাদ কর্মীদের এলাকাবাসীর জানায়, এলাকার লোকজনের সাথে ব্যবসা করতেন, এরা অনেক আগ থেকেই বিএনপি করে বলে জানিয়েছেন এলাকাবাসী ঘটনার পরে এবিষয়ে দুঃখ প্রকাশ করেন ।তারা আরও বলেন এটা কোন রাজনৈতিক বিষয় নয়।
এ ব্যাপারে মুঠোফোনে দুলারহাট থানার ওসি,র সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ পাওয়ায় ওসির কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।