নিজস্ব প্রতিনিধি মোঃ হাসান আলী
গত ২০ শে সেপ্টেম্বর সকালে কাশিমপুরের ৫ নং ওয়ার্ডের ছায়াতল মার্কেটে ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় লুৎফর রহমানের লোকজন ছুরি, চাপাটি ও অন্যান্য ধারালো অস্ত্র দ্বারা আঘাত করলে অপরপক্ষ নজরুল ও তার পিতা নাজিমুদ্দিন মাথা ও হাতের একটি অংশ কেটে গুরুতর আহত হয়।
এ সময় মিঠুন নামক এক ব্যক্তির পিঠে ছুরির আঘাত লাগে এবং নজরুলের মায়ের মুখে দাঁত পড়ে যায়।
আহতদের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভার কেয়ার হসপিটালে পাঠানো হয়।
সংঘর্ষে অপর পক্ষের লোকজনসহ ৮ থেকে ৯ জন আহত হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হাসান জাহিদ জানায়, এ ঘটনার বিষয়ে কোনপক্ষ এখনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।