গত ২৮ শে জুলাই থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির নাম মোঃ কবির হোসেন বয়স ২৮ গায়ের রং কালো,তার উচ্চতা ছয় ফিট ইঞ্চি
পিতা জয়েন উদ্দিন – মাতা মোছা: মালেকা বেগম, তাদের আত্মীয়-স্বজনের কাছে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি। ছেলেটির বর্তমান ঠিকানা, জিরানি মাজার রোড থেকে নিখোঁজ হয়ে যায় আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় থেকে তার খোঁজ পাওয়া যায়নি,যদি তার কোন শবান ব্যক্তি তার খোঁজ পেয়ে থাকেন অবশ্যই তার এই বাবার মোবাইল নাম্বারঃ-0193-9168511 দয়া করে জানাবেন।এ ব্যাপারে দেশের পরিস্থিতির জন্য পুলিশকে জানানো হয়নি।