এম মাহবুবুর রহমান নাজমুল বার্তা সম্পাদক।।ভোলার চরফ্যাশনে ‘বিশ্ব শিক্ষক দিবস’পালন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় দিবসটি বাংলাদেশে পালিত হয়েছে । ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পালন করা হয়।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।