স্টাফ রিপোর্টার
কুমিল্লা বুড়িচং ২নং বাকশিমুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৩নং আসনের সদস্য নাজমা আক্তারের নামে অসংখ্য অনিয়মের অভিযোগ উঠেছে।
বুধবার (২ অক্টোবর) সরজমিনে খবর নিয়ে জানা যায়, নাজমা মেম্বার স্বজনপ্রীতি ও অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ।
নিজের নিরাপত্তা ও প্রাণনাশের আশঙ্কা থাকায় নাম প্রকাশে অনিচ্ছু কয়েকজন অভিযোগ করেছে যে, ইউপি সদস্য নাজমা প্রতিবন্ধী, বিধবা ,বয়স্ক, মাতৃত্বকালীন ভাতা ও ঘর দেওয়ার নামে নগদ ৫-৮ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।।।
অভিযোগ আছে যে, এই ইউপি সদস্য ইউনিয়ন পরিষদকে নিজের বাড়ি মনে করে এবং সকলের সাথে দুর্ব্যবহার করে।।।এই অনিয়মের বিরুদ্ধে তার কাছে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করে এবং কথ্যভাষা ব্যবহার করে।
এই বিষয়ে ২ং উনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল করিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযুক্ত সদস্য আমার সাথেও খারাপ আচরণ করেছে আমি ও শুনেছি সেনাকি অর্থ আত্মসাৎ করেছে এই বিষয়ে আরও বিস্তারিত আপনাকে পরে জানানো হবে ।