স্টাফ রিপোর্টার ভোলার চরফ্যাশন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের মো: হাবিবুর রহমান রাজ (৪৫) পিতা: হানিফ চৌকিদার পাওনা টাকা চাওয়ায় ৪ জনকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষরা তারা হলেন,মো: আবুল খায়ের (৫০) পিতা: শফিউল্যা পাটোয়ারী, মিরাজ (২২) পিতা: আবু তাহের,হজরত আলী (২২),বেল্লাল (২৫) উভয়পিতা: আবুল খায়ের,মহিউদ্দিন (৪০) পিতা: শফিউল্যা পাটোয়ারী
সর্বসাং জিন্নাগড় ৪ নং ওয়ার্ড, থানা চরফ্যাশন, ভোলা।এসময় আমার আত্মীয় পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জুয়েল পিতা: রফিকুল ইসলাম, আব্বাস পিতা: আ: রব মিস্ত্রি, জিহাদ পিতা: মো: জসীম উদ্ধার করে চরফ্যাশন হসপিটালে ভর্তি করে। এবিষয়ে হাবিবুর রহমান বাদী হয়ে থানা একটি অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাযায় ও হাবিবুর রহমান বলেন আমি একজন রাজ মিস্ত্রি। গত ২০১৩ ইং তারিখ উক্ত বিবাদী আবুল খায়ের তার একটি বিল্ডিং ৩ তলা ফাউন্ডেশন নিয়া কাজ করার জন্য প্রস্তাব দেই এবং আমার সাথে ১ তলার ছাদ ঢালাই পর্যন্ত চুক্তি নামা হয় এবং বাকী কাজ গুলি চুক্তি নামার বাহিরে ছিল মেইন ঘরের টক বারিন্দা। আমি সরল মনে কাজ করতে থাকি আমি লোকজন নিয়া কাজ করার পর সঠিক ভাবে খরচাদী চালাইতে না পারায় আমার ৬ মাস লেগে যায়।তাহাতে ১ তলা ছাদের মূল্য ১,৯০,০০০/ টাকা আমার বকেয়া থাকে ২৭,০০০/ টাকা ও সেন্টারীং বাবদ কাঠ এবং ভাড়া বাবদ ৬০,০০০/ টাকা,বালু ফেলানো লেবার বাবদ ২৭,০০০/ টাকা এবং আমাকে সঠিক ভাবে কাজের টাকা ও মালের ভাড়া না দেয়ায় আমি কাজ বন্ধ করে দেই এবং আমার যন্ত্রাংশ জোর করে ১৫,০০০/ টাকা রাখিয়া দেয়। তাহাতে আমি তার নিকট ১,২৯,০০০/ টাকা পাওনা হইলে আমি আওয়ামীলীগ আমলে রাজ সমিতিতে বিচার দাবী করিলে রাজ সমিতির সভাপতি উক্ত বিবাদীর পক্ষ নিয়া আমার কষ্টের টাকা বঞ্চিত করে ও আমার নোট বুক ছিড়িয়া ফেলে। আমি নিরুপায় হইয়া ভয়ে চুপ থাকি। সরকার পরিবর্তন হওয়ার পর আমি বিষয়টি বর্তমান রাজ সমিতির সভাপতি ও অন্যান্যদের জানাইলে উক্ত বিবাদী আবুল খায়ের তালবাহানা করিতে থাকে। ইং ০৭/১০/২০২৪ তারিখ সকাল অনুমান ০৯:০০ টার দিকে আমি উক্ত বিবাদীর কাছে হিসাব চাইতে গেলে প্রতিপক্ষরা আমাকে মারপিট করিতে থাকে এবং আমার ভাগিনা জুয়েল আমাকে রক্ষা করার চেষ্টা করিলে বিবাদীরা ভাগিনাকেও মারপিট করে। অত:পর ভয়ভীতি হুমকি প্রদান করে,লোকজন দিয়া মানহানী করিবে। আমরা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গগনকে অভিহিত করিয়া রাখি আইনী সহায়তা প্রার্থনা করিতেছি। উক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে আমি সঠিক বিচার দাবি করছি।এবিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে মুঠো ফোনে ফোন দিলি তিনি বলেন বিষয়টি আমি জানিনা যদি কোন লোক আশে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।