নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং
চর বেতাগৈর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিনসহ প্রকল্প চেয়ারম্যানদের চলতি ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত টিআর, কাবিকা, কাবিটা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূল প্রকল্প ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি চ্যানেলে দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় উক্ত ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন গতকাল সোমবার (১৪ অক্টোবর) বিকালে সংবাদিক সম্মেলন করে। প্রকল্প চেয়ারম্যানদের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ ধামাচাপা দিতেই এই সাংবাদিক সম্মেলন করেছেন বলে এলাকাবাসীসহ সুধীমহল অভিযোগ তুলেছেন।
স্থানীয় লোকজন জানান, প্রকৃতপক্ষে উক্ত ইউপি চেয়ারম্যান ও প্রকল্প চেয়ারম্যানদের বিরুদ্ধে সাম্প্রতিক কালে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টিভি চ্যানেলে বিভিন্ন প্রকল্পের দুর্নীতির সংবাদ প্রচার হয়েছে তা সঠিক এবং সরকারের যেকোন সংস্থার মাধ্যমে ২০২৩-২৪ অর্থ বছরের প্রকল্প গুলো সরজমিনে তদন্ত করা হলেই দুর্নীতির চিত্র ফুটে উঠবে।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি কোন কোন প্রকল্পের চেয়রাম্যান/সভাপতি না! এবং দূর্নীতির অভিযোগ গুলো সঠিক না।”
ফরিদ উদ্দিন বিগত সময়ে উন্নয়ন প্রকল্পের চেয়রাম্যান/সভাপতি ছিলেন কি-না? তা জানতে চাইলে নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ জানান, বিগত সময়ের উন্নয়ন প্রকল্পে ফরিদ চেয়ারম্যান প্রকল্পের সভাপতি ছিলেন।