• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরির অভিযোগ দোষীদের আড়াল করার চেষ্টা, ৮১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ

মিরপুরের শীর্ষ ক্যাডার, নারী পাচারকারী, চাঁদাবাজ, মাদক কারবারি খুনি লিপনের দাপটের সামনে পুলিশ অসহায়: নেপথ্যে কি বা কে প্রশ্ন প্রবাসে থাকা ভাই  ওই এলাকার অসহায় মানুষের

সময়ের কন্ঠ রিপোর্ট / ২৭১ ৫৮০০০.০ বার পাঠক
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি লিপনের কৌশলী দাপটের সামনে যেন প্রশাসন ও অসহায়। এমনই ঘটনা ঘটে আসছে দেশের রাজধানীর মিরপুর ২ নং হতে ১০ নং এলাকায়।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর দাপটের সহিত বিভিন্ন মানুষের জমি দখল, মাদক ব্যবসা ও নারী পাচার অপকর্মের গডফাদার লিপনের দাপটের সামনে ওই এলাকার পুলিশ প্রশাসনও অসহায় ছিল। যদিও লিপনের নামে চাঁদাবাজি, নারী পাচার, দখল বাণিজ্য সহ বিভিন্ন মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ আদায়ের ডজন খানেক মামলাও রয়েছে।

এদিকে বিগত আওয়ামী লীগ সরকার ৫ আগস্ট পতনের পর তার দৌরাত্ম ক আরো অনেক গুন বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
লিপনের প্রবাসী ভাইয়ের জমি ও বাড়ির দখল নিয়ে ওই জমিও বাড়ির মাসিক ভাড়া জোর পূর্বক নিচ্ছে কয়েক বছর ধরে। তার তার প্রবাসী ভাই ফোনের মাধ্যমে অভিযোগ জানান, প্রবাসে বিগত কয়েক বছর ধরে অবস্থান করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে রাজধানীর মিরপুর এলাকায় একটি বাড়ি ও কিছু জমি ক্রয় করি। আমারই আপন ভাই লিপন সেই জমি থেকে ও বাড়ি থেকে বর্তমান মাসিক ভাড়া জোরপূর্বক নিয়ে নিচ্ছে। প্রবাস থেকে লিটনকে ফোনে এই বিষয়ে জানতে চাইলে লিপন আমাকে গুলি করে হত্যা করে হলেও আমার ওই ক্রয় কি তো বাড়ি ও জমি কখনোই দখল দিবে না। বরং যদি আমি কোনরকম ব্যবস্থা নেই তাহলে সে আমাকে বাংলাদেশে গেলে যেখানে পাবে সেখানেই তার ক্যাডার বাহিনী দিয়ে গুলি করে হত্যা করে লাশ গুম করে দেয়ার হুমকিও প্রদান করেছে বলে জানিয়েছেন লিপনের প্রবাসী ভাই।
এদিকে লিপনের ভাই প্রবাসী আরও অভিযোগ করে বলেন, লিপন ছোটবেলায় থেকেই দুর্ধর্ষ। ছোটবেলা থেকেই অনেক অপকর্ম করে এ পর্যন্ত আসছে। আমরা পারিবারিকভাবে প্রতিবাদ জানাইলেও কোন লাভ হয়নি বরং উল্টো আমাদের উপর শারীরিক ভাবে নির্যাতন করেছে। এখন ওর চোখ করেছে আমার বাড়ির উপর। যে কারণে আমার বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতিমাসের ভাড়া নিয়ে নিচ্ছে। আমি আমার প্রাণের ভয়ে বাংলাদেশে যাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী মহোদয়দের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন। যেন এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করেন।

এদিকে বর্তমানে লিপন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছে।
তদন্ত করে দেখা গেছে ৬ থেকে ৭ জন নারীকে প্রচার করে দিয়েছেন। এ বিষয়ে মিরপুর থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

লিপন বিগত স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামী লীগের বিলবোর্ড ব্যানার ফেস্টুন বিভিন্ন এলাকায় দেখা গেছে লিপনের ছবিসহ।
আবার বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গুলি চালানো ছাত্র ফোনের সাথে ধৈর্য থাকার ব্যক্তি এখন নতুন করে টাকার বিনিময় বিএনপি’র নাম ভাঙ্গিয়ে তার অপকর্ম চালানোর পাঁয়তারা করছে । কিন্তু ডজন খানেক মামলা থাকা সত্ত্বেও তাকে পুলিশ, সেনাবাহিনী  গ্রেফতার করছে না বলে জানা গেছে। এর পেছনে মূল কারণ মূল রহস্য কোথায়, কিসের এত ক্ষমতা এই আওয়ামী লীগের ১৭ ছায়ায় এক  সন্ত্রাসীর, এত ক্ষমতার উৎস কোথায়, নাকি টাকার বলে পুলিশ প্রশাসনকে কিনে ফেলেছেন। এটাই এখন মিরপুর এলাকার সাধারণ অসহায় লিপনের দ্বারা নির্যাতিত প্রবাসী ভাই ও সাধারণ  মানুষের প্রশ্ন।দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকায় চোখ রাখুন


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....