এম মাহাবুবুর রহমান নাজমুল বার্তা সম্পাদক।।
চরফ্যাশন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে চরফ্যাসন উপজেলা বিএনপি অফিস কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি। বিকেলে চরফ্যাশন আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি সাবেক সেক্রেটারি ও জেলা বিএনপির আহবাযক কমিটির সদস্য মোতাহার হোসেন আলমগীর মালতিয়া আন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের সংকট কাটিয়ে আগামী ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তৃতা করেন, সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক যুবদল সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাবেক সেচ্ছাসেবক দলের সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ, সাবেক শ্রমিকদল সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা এসময় ছাত্র-জনতার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা তুলে ধরে বলেন, আগামী ৭ দিনের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাকে মুক্ত রাজনীতির চর্চা করতে দিতে হবে। অন্যথায় রাজপথে নেমে জীবন দিয়ে হলেও নেতাকে ফিরিয়ে আনবেন দলের নেতাকর্মীরা। তারা আরো বলেন, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়