নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলায় আদালতে বাদীহয়ে মামলা দায়ের করেন
মোঃ হাবেল উদ্দিন (৫৮), পিতা- মোঃ ছলিম উদ্দিন, মাতা-মোছাঃ রংমালা, বাসা/হোল্ডিং-৮৩৮, সাং- সুরাবাড়ী, পোঃ কাশিমপুর-১৩৪৬, থানা- কাশিমপুর,জেলা- গাজীপুর।
জাতীয় পরিচয়পত্র নং-৬৪৪৯৪৩২৫০৬,এই আওয়ামী লীগের দালাল ও ভূমিদস্যদের বিগত প্রশাসন ম্যানেজ করি দাপটের শহীদে চলে আসছে আরে কেউ দেখেননি হলেই মনে হয় আজ ন্যায় বিচার পাওয়ার জন্যই আবারো আদালতের সরণ্য পূর্ণ হল ? ১। মোঃ আতাউর রহমান মুকুল (৫০)
পিতা-মৃত মোজাম্মেল সিকদার সাং- সুরবাড়ী ২। ইদ্রিস মাওলানা (৫০) পিতা- হামেদ মৃধা সাং- বারেস্তা ৩। মোঃ খাজাল উদ্দিন (৪৮) পিতা- আক্কাস আলী সাং-সুরাবাড়ী ৪। ইদ্রিস মোল্লা (৪৭)পিতা-মৃত নিজাম উদ্দিন মোল্লা
সাং- বারেন্ডা ৫। হাবিল উদ্দিন মৃধা (৬০) পিতা-মৃত আব্দুল মৃধা সাং- বারেন্ডা ৬। ইব্রাহীম ব্যাপারী (৬০) পিতা- শুকুর আলী ব্যাপারী সাং- সুরাবাড়ী, থানা- শরীফপুর সর্বপোঃ কাশিমপুর-১৩৪৬, থানা- কাশিমপুর,জেলা-গাজীপুর।আসামিদের যেন এক আলাউদ্দিনের ক্ষমতা প্রশ্ন থেকেই যায়।
স্বাক্ষীগনের নাম ও ঠিকানাঃ প্রকাশ করা হইল
১। বাদী নিজে,২। মোঃ ছালাম মিয়া, পিতা- মৃত ছলিম উদ্দিন, ৩। রোজিনা, পিতা- রহমুদ্দিন,উভয়
সাং-সুরাবাড়ী, পোঃ কাশিমপুর-১৩৪৬, থানা- কাশিমপুর, জেলা- গাজীপুর ৪। সখিনা (ভিকটিম),
স্বামী- কারেল, ৫। রাশিদা (ভিকটিম), স্বামী- হাবেল ৬। শিরিন আক্তার, স্বামী- ছালাম ৭। শিল্পি,
স্বামী- শাহীন, ৮। সুবর্না, পিতা- সুমেজদ্দিন, ৯। মোঃ রাব্বি, পিতা- হাবেল, সর্ব সাং- সুরাবাড়ী, পোঃ
আসামীগন। তাদের নাম ও ছবি প্রকাশ করা হইল।
কাশিমপুর-১৩৪৬, থানা- কাশিমপুর, জেলা- গাজীপুর সহ আরো স্বাক্ষী আছে প্রয়োজনে দেওয়া যাইবে।
ঘটনার দিন, তারিখ ও সময়য় বিগত ১৭/০৭/২৪ ইং তারিখ রোজ বুধবার সময় অনুমান রাত ২ ঘটিকায় জানা যায়, জমির সংক্রান্তেই এই ঘটনা ঘটিয়েছে।
স্থানঃ বাদীর তফসিল বর্ণিত সম্পত্তিতে।
ধারায় ১৪৩/ ১৪৭/ ১৪৮/৩২৩/ ৩২৪/৩২৫/ ৩৫৪/৩০৭/৩৭৯/ ৫০৬ (১) দঃ বিঃ।বাদী পক্ষের সবিনয় নিবেদন এই যে,তারা করেছেন।
যেহেতু বাদী একজন সহজ, সরল, আইন মান্যকারী, কায়িক শ্রমিক, দৈনিক দোকানদারী ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করেন। পক্ষান্তরে আসামীগন একদলবদ্ধ সন্ত্রাসী, অর্থবলে বলিয়ান, অর্থ আত্মসাৎকারী, ভূমি দস্যু, চাঁদাবাজ, জোর জবর দখলকারী, আইন অমান্যকারী, প্রতারনাকারী হিংস্র প্রকৃতির লোক হয় বটে।
পূর্ব সূত্রে মালিক সি এস এ আরএসএস
যেহেতু সি.এস খতিয়ান নং ৪, এস,এ খতিয়ান নং ৭৭ এবং আর.এস খতিয়ান নং ১৭, যাহার সি.এস ও এস.এ দাগ নং ২৪৩ এবং আর.এস দাগ নং ৯৩৮ ও ৯৪১ লাগে (৩৬+২৮০) ৩১৬ শতাংশ সম্পত্তি। যাহা বাদী সহ স্বাক্ষীগন পৈত্রিক ও মার্তৃক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া ইহার কাতে চিহিত মতে ৯৪ শতাংশ জমি সরকারী বিধি মোতাবেক সীমানা নির্ধারন করিয়া ভোগ দখলে নিয়ত থাকা অবস্থায় সকল আসামীর জ্ঞাতসারে দখল নিয়ন্ত্রন পজিশন এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করিয়া আসিতেছেন বটে।
যেহেতু উল্লেখিত বিবাদীগন দীর্ঘদিন যাবৎ আমাদের উক্ত তফসিলভুক্ত জমি জোর পূর্বক ভাবে জবর দখলের চেষ্টায় লিপ্ত হইয়া বাদীকে বিভিন্ন প্রতিবন্দকার সৃষ্টি করিয়া বাদীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। যার প্রেক্ষিতে উল্লেখিত আসামীগন দীর্ঘদিন যাবৎ বাদীর তফসিলভুক্ত জমি জোরপূর্বক ভাবে জবর দখলের চেষ্টায় লিপ্ত হইয়া বাদী বিভিন্ন প্রতিবন্ধকারী সৃষ্টি করিয়া বাদীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে। যাহার প্রেক্ষিতে বাদী ও বাদীর ওয়ারিশগন বাদী হইয়া সিরাজুল মালেকা খান গংদের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ১ম আদালত, গাজীপুর বরাবরে একটি মোকদ্দমা দায়ের করে। যাহার দেওয়ানী মোকদ্দমা নং ২৯৪/২০২২। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত বাদীদের উপর উভয় পক্ষের কাগজপত্রাদি পর্যালোচনা করিয়া বিগত ২৫/০১/২০২৪ ইং তারিখে বাদী পক্ষে রায় প্রদান সহ সিরাজুল মালেকা খান গংদের সৃজনকৃত দলিল নং ৬৩৭১, তারিখঃ ০২/০৫/১৯৮০ ইং দলিলটি বাতিল বলিয়া গন্য করেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আসামী পক্ষ দেরকে বিজ্ঞ আদালত উক্ত জমিতে প্রবেশ করিতে নিষেধাজ্ঞা জারি করেন। বর্তমানে বাদী ও বাদীর ওয়ারিশগণ উক্ত তফসিলভুক্ত জমিতে গেলে আসামীরা বাদীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে।
যেহেতু ইহারই ধারাবাহিকতায় ঘটনার দিন, তারিখ ও সমেয় তথা ১৭/০৭/২০২৪ ইং তারিখ রোজ বুধবার রাত অনুমান ২:০০ ঘটিকার সময় কাশিমপুর থানাধীন বারেন্ডা মৌজাস্থিত বারেন্ডা সাকিনস্থ তারা মসজিদ সংলগ্ন
ও বাদীর ভাইয়ের স্ত্রী ঘোর্স বিবাদীগন সহ তাহাদের সহর্থে
বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে, দেখ শক্ত কাঠের বাটাম প্রদর্শন করিয়া ব করিয়া বাদীর স্ত্রী, ভাইয়ের উ ভাইয়ের স্ত্রী গালিগালাজ্জ আসামীর হাতে গড়
বিভিন্ন স্থানে,দিন দিন অসহায় পরিবারদের
হুমকি দিয়ে যাচ্ছেন এই অমৃতসুর কেন দেখার কেউ নেই ?
মসজিদ সংলগ্ন বাদীর উক্ত তফসিলভুক্ত জমিতে বাদী সহ বাদীর স্ত্রী মোসাঃ রাশিলা বেগম (৪৯) ৩. বাদীর ভাইয়ের স্ত্রী মোসাঃ সখিনা বেগম (৪২) অবস্থান করিয়া জমি পাহাড়া দেওয়ার সময় উল্লেখিত বিবাদীগন সহ তাহাদের সহযোগী পার্শ্ববর্তী মাদ্রাসার ছাত্র-শিক্ষক সহ অজ্ঞাতনামা ১০/ ১২ জন বিবাদীগন পূর্ব পরিকল্পিত ভাবে, বেআইনী জনতাবদ্ধে আবদ্ধ হইয়া, লোহার রড, শক্ত বাঁশের লাঠি, শক্ত কাঠের বাটাম প্রদর্শন করিয়া বাদীর জমিতে অনধিকার প্রবেশ করিয়া তাহারা জমির মালিক দাবী করিয়া বাদীর স্ত্রী, আইয়ের স্ত্রীকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। বাদীর স্ত্রী, ভাইয়ের স্ত্রী গালিগালাজ না করার জন্য অনুরোধ করিলে সফল আসামীগন ক্ষিপ্ত ও চড়াও হইয়া ১নং আসামীর হাতে থাকা লোহার রড দ্বারা এলোপাথারী ভাবে বাদীর স্ত্রী, বালীর ভাইয়ের স্ত্রীর শরীরের এবং বাদীর শ্রীনিবটিস প্রশমাদানকে গলার চা বিভিন্ন স্থানে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ১নং আসামী মোঃ আতাউর রহমান ও মুকুল বাদীর স্ত্রীর গলায় পরিহিত ০১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যাহার মূল্য করি ২৫৩৬৯ ১,১২,০০০/- (এক লক্ষ বার হাজার) টাকা নিয়া নেয়। আসামীরা বাদীর স্ত্রী, ভাইয়ের স্ত্রী চুল ও জামাং কাপড় ধরিয়া টানাহেচড়া করিয়া বাদীর স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর জামা কাপড় ছিড়িয়া ফেলিয়া শ্লীলতাহানী ( ঘটায়। বাদীর স্ত্রী ও ভাইয়ের স্ত্রী ডাক চিৎকার শুনিয়া বাদী দ্রুত ঘটনাস্থলে আসিয়া তাহাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করিলে ৩নং আসামীর হাতে থাকা হকিস্টিক দিয়া বাদীকে মারপিট করিয়া বাদীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং বাদী মাটিতে পড়িয়া গেলে ৪নং আসামী বাদীকে গলায় পাড়া দিয়া হত্যার চেষ্টা করে। বাদীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া আসামীদের কবল হইতে বাদীকে উদ্ধার করে। আসামীগন তাহাদের সময় সুযোগ বুঝিয়া বাদীকে খুন জখম করিবে এই মর্মে হুমকি প্রদান করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাদীর আত্মীয় স্বজন সংবাদ পাইয়া দ্রুত ঘটনাস্থলে আসিয়া বাদীর স্ত্রী ও বাদীর ভাইয়ের স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত চিকিৎসার জন্য শহীদ তাজ উদ্দিন আহমল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাইয়া চিকিৎসা গ্রহণ করে। যাহার ভর্তি রেজিঃ নং ৪৭৩২/৬, তারিখঃ ১৭/০৭/২০২৪ ইং ও বাদীর ভাইয়ের স্ত্রী মোসাঃ সখিনা বেগম এর ভর্তি রেজিঃ নং ৪৭৩৩/৭, তারিখঃ ১৭/০৭/২৪ ইং মূলে চিকিৎসা গ্রহণ করে।
যেহেতু বাদী উল্লেখিত বিষয় নিয়া স্থানীয় ভাবে গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মিমাংসা করার চেষ্টা করিয়া ব্যর্থ হইয়া থানায় মামলা করার জন্য দারস্থ হলে থানার কর্তৃপক্ষ আসামীগন কর্তৃক প্রভাবিত হইয়া থানায় মামলা গ্রহণ করে না বিধায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করিতে বিলম্ব হইল।
অতএব, কাতর প্রার্থনা দয়া করিয়া অত্র আরজি গ্রহণ করতঃ বাদী পক্ষের দাখিলীয় কাগজপত্র ও জবানবন্দী গ্রহণ করিয়া ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/ ৩২৪/৩২৫/ ৩৫৪/৩০৭/৩৭৯/৫০৬ (২) দঃ বিঃ। ধারায় আমলে নিয়া আসামী দের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করিতে সু-মর্জি হয়।
আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এরকম ভাবি জোরপূর্ব গত দিনে মামলা হামলা নির্যাতন চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যেই এবং তফসিল কিত মামলা হয়েছে
জেলা- গাজীপুর, সাবেক থানা-জয়দেবপুর, হালে-কাশিমপুর, সি.এস খতিয়ান নং ৪, এস.এ খতিয়ান নং ৭৭ এবং আর,এস খতিয়ান নং ১৭ ও যাহার সি.এস ও এস.এ দাগ নং ২৪৩ এবং আর,এস দাগ নং ৯৩৮, ৯৪১ দাগে মোট জমি ৩১৬ শতাংশ। ইহার কাতে চালা জমি ৯৪ শতাংশ। যাহার উত্তরে- সরকারী রাস্তা, দক্ষিনে সরকারী রাস্তা,পূর্বে- সুরাবাড়ী মৌজা, পশ্চিমে- জিয়ন এর বাড়ী গং। সর্বশেষ, এমন প্রার্থীদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, জনগণের স্বার্থ রক্ষার্থে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ নিতে।
মোকাম বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৪, গাজীপুর। সি.আর মামলা হয়েছে।এদিকে চাঁদাবাজ ভূমিদস্যু এবং নির্যাতনকারীরা হলুদ সাংবাদিক পরিচয় দিয়ে আব্দুল মালেক কের জন্য একদল ১ লাখ টাকায় কন্টাকে সন্ত্রাস ভাড়া করেন ভন্ড পীর সাহেবের শালক মুকুল এবং আওয়ামী লীগের দালাল ইদ্রিস মাওলানা করেছেন বলে জানা যায় অপরদিকে লোক দেখানো ফেসবুক লাইভে মানববন্ধন নামক ভুয়া মিথ্যা কথা সাধু সাজার চেষ্টা করেছেন এই প্রতারক চক্রটি।এদের নামে মামলা দায়ের হবে । সময়ের অনুসন্ধানে চোখ রাখুন