• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরির অভিযোগ দোষীদের আড়াল করার চেষ্টা, ৮১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ

খিলগাঁওয়ে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ, নারীকে সন্ত্রাসী হামলার হুমকি

সময়ের কন্ঠ রিপোর্ট / ১৬৭ ৫৮০০০.০ বার পাঠক
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক

ঢাকার খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ানে পারিবারিক সম্পত্তি নিয়ে সহোদর ভাইয়ের সাথে বিরোধের জেরে এক নারীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বিলকিস নাহার নামে এক নারী দাবি করেছেন যে, তার ভাই এনামুল হক জুয়েল সম্পূর্ণ বাড়ির মালিকানা দাবি করে আসছেন এবং বাড়িটি দখল করতে তাদের ওপর সন্ত্রাসী চাপ প্রয়োগ করে হয়রানি করছেন।

বিলকিস নাহার জানান, তার বাবা-মায়ের মৃত্যুর পর দক্ষিণ গোড়ানের ৩৯৩ নম্বর হোল্ডিংটি ওয়ারিশ সূত্রে তারা চার বোন ও এক ভাই প্রাপ্ত হন। কিন্তু এনামুল হক জুয়েল সম্পূর্ণ বাড়ির মালিকানা দাবি করে বাড়িটি নিয়ে বিগত জানুয়ারি ২০২৪ থেকে বিভিন্ন সময়ে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছেন। একাধিকবার তাদের বাড়িতে সন্ত্রাসী দল নিয়ে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের গুম ও হত্যার হুমকি দেন বলে বিলকিস অভিযোগ করেন।

বিলকিস নাহারের পরিবার জানায়, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এর আগে আত্মরক্ষার্থে খিলগাঁও থানায় একাধিকবার জিডি করেন। গত ১৭ মার্চ ২০২৪ তারিখে থানায় করা প্রথম জিডির পর স্থানীয় ২ নম্বর ওয়ার্ড কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় সার্ভেয়ার নিয়ে জমির মাপজোক ও সীমা নির্ধারণ করেন। তবে পরবর্তী সময়ে, সার্ভেয়ার পুনরায় মাপজোক সম্পন্ন করলে সঠিক মালিকানা নির্ধারণে তথ্য স্পষ্ট হয়।

বিলকিস নাহার আরও জানান, ওয়ার্ড কমিশনারের সমাধান না মেনে ভাই এনামুল হক জুয়েল অব্যাহতভাবে হয়রানি করে যাচ্ছেন। ফলে ২৯ আগস্ট ২০২৪ তারিখে পুনরায় থানায় জিডি করেন বিলকিস। কিন্তু সর্বশেষ গত ২ নভেম্বর সন্ধ্যায়, আনুমানিক ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে এসে প্রাণনাশের হুমকি দেয়। সিসি ক্যামেরায় সেই ঘটনার ভিডিও সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান।

বিলকিস নাহার সন্দেহ করছেন, সরকার পরিবর্তনের সুযোগে একটি জাতীয় দলের সন্ত্রাসী গ্রুপ এই ঘটনায় জড়িত থাকতে পারে। তিনি বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ করে দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সহযোগিতা চেয়েছেন।

পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....