স্টাফ রিপোর্টার ভোলা থেকে।। ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের দাসকান্দি দৌলতখানপাড়া। ডিলার মোঃসুমনের নেতৃত্বে খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত ও বাস্তবায়নে খাদ্য বিভাগ চরফ্যাশন ভোলা। হতদরিদ্রেদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা করে ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে। ডিলার মোঃসুমন বলেন হতদরিদ্রের মাঝে সরকার প্রতি মাসে ১৫ টাকা করে ৩০ কেজি চাল বরাদ্দ দিয়েছেন সেই অনুযায়ী আমরা ৩০ কেজি করে চাল
বিতরণ করেছি।সাধারণ মানুষ বলেন আমরা ১ মাসের ৩০ কেজি করে চাল পেয়েছি কার্ড ছাড়া কারও কাছে চাল বিতরণ করা হয়নি আমাদের কাছে কার্ড আছে সাধারণ মানুষ আরও বলেন আওয়ামী লীগের আমলে আমরা এরকম ভাবে চাল পাইনি আর এতো চাল ডিলার ও আনেনি কিন্তু আজ আমরা সবাই এই ডিলার মোঃসুমনের মাধ্যমে ৩০ কেজি করে চাল পেয়ে আমরা আনন্দিত।