বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুম ও খুনের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় পাথরঘাটা ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন আহমেদ, এবং যুগ্ন আহবায়ক কে.এম হাসিবুল্লাহ, সদস্য সচিব এম.আরাফাত রহমান অভি, ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাহাজুল ইসলাম রাহাত, সদস্য সচিব খাইরুল শরীফ।
মানববন্ধনে কলেজ ছাত্র দলের সভাপতি রাসেল আহমেদ বলেন, “আজ আমরা আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘ ১৭ বছর এই আওয়ামী দুঃশাসনের কবলে আমাদের ছাত্রদলের হাজার হাজার কর্মী সহ সাধারণ মানুষ গুম,খুন ও নিপীড়নের শিকার হয়ে আসছিলো।আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। আজ এই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি রাখতে চাই, দ্রুত সময়ের মধ্যে গুম, খুন ও নিপীড়ণকারীদের বিচার এই দেশের মাটিতে করতে হবে”।