বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত সেচ্ছাসেবী সংগঠন দৃষ্টি মানব কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক সেচ্ছাসেবক খ্যাত সোহাগের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা শাখার নেতৃবৃন্দরা গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা মানবিক সোহাগের কাছে জামায়াতের পক্ষ থেকে টাকা হস্তান্তর করা হয়।
এর আগে গত শুক্রবার সকাল সাতটা থেকে টানা আড়াই ঘন্টা পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালে সোহাগের অপারেশন চলে। পরে সকাল নয়টার দিকে অপারেশন সম্পন্ন হয়।
জানাযায়, গত ২৭ নভেম্বর অটোরিকশায় করে বরগুনায় এক রোগীকে রক্ত দিতে পাথরঘাটা থেকে রওনা দেয় সোহাগসহ চারজন। উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। তখন অটোরিকশা উল্টে সোহাগ উপর পরে। এতে তার ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। সোহাগের পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ভেঙে পড়ে সোহাগের পরিবার। এসময় সোহাগকে সহায়তা করতে তার পাশ দাঁড়ায় সাংবাদিক মহল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গঠন করা হয় সোহাগের চিকিৎসা তহবিল। সোহাগের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করতে এগিয়ে আসে সৌদি প্রবাসী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক মালিকরা।
টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম কালমেঘা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম পাথরঘাটা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ রাকিব হাসান এবং পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সাংবাদিক আবু সালে জসিম ও সাধারণ সম্পাদক বদরুল আহসান সাকিব প্রমুখ।