• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরির অভিযোগ দোষীদের আড়াল করার চেষ্টা, ৮১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ

পাথরঘাটায় পুলিশি তদন্ত শেষে পূর্ব-শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় জখম

মো: মাহমুদুল হাসান, উপজেলা প্রতিনিধি পাথরঘাটা / ১৪১ ৫৮০০০.০ বার পাঠক
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

জমি জমা নিয়া বিরোধের ঘটনায় গত ৯ নভেম্বর বরগুনার পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করে হান্নান। ডায়েরীর ভিত্তিতে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। তদন্ত শেষে পুলিশ ফিরে আসার পর হান্নানের উপর হামলা করে রক্তাক্ত করে প্রতিপক্ষরা। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ উপ-পরিদর্শক ইমরান।

শনিবার বিকেলে সাড়ে চারটার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটার ফকিরহাট এলাকার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হান্নান একই এলাকার মৃত্যু রুস্তম আলীর ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রী।

অভিযুক্তরা হলো একই এলাকার দেলোয়ার হাওলাদার, ইউনুস মুন্সী, আসাদুল, শহিদুল সহ বেশ কয়েকজন।

ভুক্তভোগী আব্দুল হান্নান জানান আমি আমার বাড়িতে যাতায়াতের জন্য সরকারি খালের উপর সাঁকো দিয়ে চলাচল করি। এ পথে আমাকে চলাচল করতে বাধা দেয় ইউনুস মুন্সী ও ফোরকান মুন্সী। বিভিন্ন সময়ে তারা সাঁকো ভেঙ্গে ফেলে দিত এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতো। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও কোন সুরহা পাইনি তবে প্রতিপক্ষরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কোন সমাধান হয়নি। পরে গত ৯ই নভেম্বর আমি পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করি। এর আগেও আমি ১লা জুলাই পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্তও দিয়ে ছিলাম।

হান্নান আরো জানান, থানায় সাধারণ ডায়েরী করার পর আজ শনিবার দুপুরে পাথরঘাটা থানা থেকে পুলিশ এসে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এরপর পুলিশ চলে গেলেই আমার উপর অতর্কিত হামলা চালায় দেলোয়ার হাওলাদার, ইউনুস মুন্সী, আসাদুল, শহিদুল সহ বেশ কয়েকজন। তখন তারা আমাকে জবেহ করতে চায়। এসময় জসিম, লিটন সহ স্থানীয়রা উদ্ধার করে পাথরঘাটা হাসপাতাল নিয়ে আসে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিক্যেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন জানান, সন্ধ্যা ছয়টার দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল হান্নান নামে এক ব্যক্তি হাসপাতালে আসে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু জানান, হান্নানের সাথে ইউনুস মুন্সীদের দীর্ঘদিন এর বিরোধ চলে আসছে। এনিয়ে হান্নান অনেক চেষ্টা করেও সমাধান হয়নি।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সময়ের কন্ঠকে বলেন জালিয়াঘাটায় আব্দুল হান্নানের বাড়িতে ঢোকার জন্য সাঁকো ব্যাবহার করা হয় পরবর্তীতে তারা যোগাযোগের সাঁকোটি ভেঙ্গে ফেলে ও তাকে হুমকির দিয়ে থাকে, এঘটনায় পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি হয়ে থাকে পরে ঘটনার প্রেক্ষীতে তদন্তে জন্য ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে ওই এলাকা থেকে আমি আসার পর আব্দুল হান্নানকে মারধর সহ জখম করে হত্যা চেষ্টা করা হয় । এই ঘটনার জন্য তাকে আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। 


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....