• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরির অভিযোগ দোষীদের আড়াল করার চেষ্টা, ৮১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ

ভোলার চরফ্যাশনে পিতার ওয়ারিশ সম্পত্তি জোর করে দখলের চেষ্টার অভিযোগ।।

সময়ের কন্ঠ রিপোর্ট / ১৩০ ৫৮০০০.০ বার পাঠক
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার।।ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল ২ নং ওয়ার্ডের মৃত রুস্তম আলীর ছেলে সিরাজ ও তিন বোনের জমি জোর করে দখলের চেষ্টা করার চেষ্টায় ৫ জনকে আসামি করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দাখিল করেন।নুরবাদ ইউনিয়নের নুরুল হক সহ ৪ ছেলে নুর হোসেন, আলাউদ্দিন, সাহাবউদ্দিন,আমির হোসেন, দলু জমাদারের ছেলে অজুদ জমাদার এর বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।সিরাজ ও সেপালী বেগম গংরা অভিযোগ করে বলে আমাদের জন্মের পর থেকে এই জমি ভোগ করে
আসছি।চাষা হমিজউদ্দিন হাওলাদার ৭ বছর চাষাবাদ করতেছে।হমিজউদ্দিন বলেন জমির ওয়ারিশগেনর মাধ্যমে আমি জমি লগ্নি হিসেবে চাষাবাদ করে আসছি। জমির পরিমাণ ১.৫০ শতাংশ আমার জমির মালিক ১.৫০ শতাংশ মালিকানা দখলে আছেন।যাহার দলিল নং৩৯২৬/১৫-০৬-১৯৯৭ । আমাদের মিস কেস নং ৯৪ এফ/১৯২০ এর রেকর্ড সংশোধন চরহিটবেল মৌজার ৯২৩ দাগের মালিক আমাদের পিতা রুস্তম আলী, তার মৃত্যুতে আমরা উভয় পক্ষ ওয়ারিশ সুত্রে মালিক। তিনি আরও বলেন আমাদের প্রতিপক্ষ অফিসকে ভুল বুজিয়ে একক ভাবে ৮৭৬ নং একটি ভুয়া খতিয়ান তৈরি করে আমাদের ওয়ারিশ সম্পত্তি জোর করে দখলে চেষ্টা করেন। এরই মধ্যে ৫ তারিখে সরকার পতন হওয়ার পরে নুরুল হক সহ ৪ ছেলে নুর হোসেন, আলাউদ্দিন, সাহাবউদ্দিন,আমির হোসেন, দলু জমাদারের ছেলে অজুদ জমাদার,একদল ভূমিদস্যুরা আমাদের পিতার ওয়ারিশী জমি জোর করে দখলের চেষ্টা করেন।আমাদের এই জমি জোর করে দখলের চেষ্টা করেন যারা তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সহ অভিযোগ দাখিল করি আমরা এর সঠিক বিচার চাই। ইউনিয়নের সাধারণ মানুষের বক্তব্য বলেন বিষয়টি আমরা জানি কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার মতো কোন সাহস আমাদের নেই।অভিযোগের বিষয় প্রতিপক্ষের মুঠো ফোনে ফোন দিলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এবিষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....