জয়নাল আবেদীন ফিরোজ(স্টাফ রিপোর্টার)
ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান জনশক্তিদের সাথে জেলা জামায়াতের আমির এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, রায়পুর-০২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার মতবিনিময় ও প্রীতি সমাবেশ।
শুক্রবার (১০ জানুয়ারি২০২৫) জমায়াতের ইসলামী ০৪ নং চররুহিতা ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন সেক্রেটারী মাও: ওমর ফারুকের সঞ্চালনায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা, রসুলগঞ্জ হযরত ফাতেমা (রা:) মাদ্রাসা মাঠে এই মতবিনিময় ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে, প্রধান অতিথি হিসেবে জেলা আমির মাষ্টার রুহুল আমিন বলেন: আওয়ামী লীগ বিদেশী এজেন্ডা নিয়ে কাজ করেছে এই দেশে ভারতকে প্রভু বানিয়ে বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে, আর এই দেশকে বাঁচানোর জন্য একমাত্র জামায়াত তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন এক দল ক্ষমতায় না আসতেই বিভিন্ন ভাবে দখলদারিত্ব শুরু করেছে, আর ইসলামী ছাত্রশিবির তৈরি হয়েছে বাংলাদেশের নেতৃত্বের শূর্নতা পূরনের জন্য।
সমাবেশের বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, এসময় জেলা সেক্রেটারী বলেন, বাংলাদেশের কোথাও জামাতের প্রার্থী হোক বা না হোক লক্ষ্মীপুরে এ আসনে হবেই তাই আমাদেরকে এখন থেকেই সর্বাত্তক প্রস্তুতি নিয়ে সকল হীনমন্যতা জেড়ে ময়দানে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন অর্থনৈতিক কোন সমস্যা নাই যত টাকা লাগে দেয়া হবে কিন্তু আমরা জনগণের দাঁড় গড়াই পৌছাইতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , সাবেক সাবেক শিবিরের জেলা সভাপতি এডভোকেট আব্দুল আউয়াল রাছেল, সাবেক জেলা সভাপতি শাহরিয়ার রহমান খোকন, সাবেক জেলা সেক্রেটারী এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ, সাবেক শিবিরের কেন্দ্রীয় সহকারী আইন সম্পাদক ফিরোজ মাহমুদ, ইউনিয়ন জামায়াত আমীর হুমায়ূন কবির প্রমুক।
এসময় সাবেক জেলা সেক্রেটারী, এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ বলেন, যে কোন কাজে চাপে থাকে জাময়াত ইসলাম, ১৯৭১ সালে দেশে নির্যাতন করেছে পাকিস্তানি কোন জামায়াত ইসলামির লোক নয়, রাজাকারের তালিকায় ১ নাম্বারে রয়েছে আওয়ামীলীগ ২ নাম্বারে রয়েছে বিএনপি অথচ সব দোষ জামায়াতের উপরে চাপিয়ে দেয়।
শিবিরেরে সাবেক জেলা সভাপতি আব্দুল আউয়াল রাছেল বলেন: বিএনপির সকল নেতাকর্মীদের বক্তব্য একই রকম; সবাই খায়ের ভূঁইয়াকে নিয়ে রচনা পড়ে, অথচ জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন আইডলজী নিয়ে বক্তব্য দিয়ে থাকে। অনুষ্ঠানটি সাবেক ও বর্তমান দের মিলন মেলায় পরিণত হয়।