ধনবাড়ি শহীদ বিপ্লব হত্যায় সাবেক মন্ত্রী, এমপিসহ ১২৮ জনের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা
টাঙ্গাইলের শহীদ বিপ্লব হত্যায় সাবেক মন্ত্রী , এমপিসহ ১২৮ জনের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় সাবেক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক (৬৫) , সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ভোলা (৬০), রোমানা আলী টুসি সাবেক এমপি, আহসানুল ইসলাম টিটু সাবেক মন্ত্রী, শামছুন্নাহার চাঁপা সাবেক মন্ত্রী, এডঃ জোয়াহেরুল ইসলাম সাবেক এমপি, তানভীর হাসান ছোট মনির সাবেক এমপি, এস. এম সিরাজুল হক আলমগীর সাবেক মেয়র, গোলাম কিবরিয়া বড়মনির আওয়ামী নেতা, আলহাজ্ব মোজাম্মেল হক জাপা নেতা, সাইফুল ইসলাম পৌর যুবলীগের সহ-সভাপতি সহ ১২৮ জনকে আসামী করে মামলা দায়ের করেছে লাবু মিয়া ( মানবাধিকার কর্মী)।
মামলাটি দ্রুত এফআইআর এর আদেশ দিয়েছেন শ্রীপুর থানাকে। বিস্তারিত জানতে মামলার বাদী লাবু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৫ই আগষ্ট এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে গিয়ে ফ্যাসীষ্টদের হাতে শহীদ হন টাঙ্গাইলের ধনবাড়ির বিপ্লব হোসেন (১৭)। আমি মানবাধিকারের একজন কর্মী হিসাবে শহীদ বিপ্লবের সঠিক ও ন্যায্য বিচার দাবি করেছি আদালতে। শহীদ বিপ্লবের ন্যায্য বিচার পাওয়ার জন্য যা যা করা লাগে আমি তাই করব। উক্ত মামলাটি করেছি ফ্যাসিষ্টদের বিচার নিশ্চিত করার জন্য।ইতিমধ্যেই আরো মামলা আছে চলবে