• বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা রাজধানী খিলগাঁও, ঈদুল আযহারের তৃতীয় দিনে ডিপুর পরিচ্ছন্ন কর্মীদের সাথে প্রেরণামূলক দেখা সাক্ষাৎ। কাউন্সিলর পতপ্রার্থী বিদেশে ভিক্ষাবৃত্তি, পাকিস্তানে হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল ৩ দিনে এলো সাড়ে ৭ হাজার কোটি টাকা, অর্থনীতিতে স্বস্তির বার্তা পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান প্রযুক্তির পাখায় উড়ছে সম্ভাবনা: আনসার সদস্য আবুল হোসেনের উদ্ভাবনী উড়োজাহাজ প্রবীণ সম্পাদকের অজান্তেই মামলা ও ওয়ারেন্ট: সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদ *বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান, বিএ অনার্স এমএ (ঢাবি)* গাজীপুর ১ আসনে জননেতা জনাব মো:হুমায়ুন কবির খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শিমুল আহমেদ (জসিম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের আগামীর ধানের শীষের কান্ডারী, জননেতা জনাব মোঃ হুমায়ুন কবির খান ব্রাক্ষণবাড়িয়া বিজেশ্বর সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভূঞার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের লিখিত অভিযোগ!

ফ্যাসিবাসী আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ এর অত্যাচারের শিকার আক্কাস আলী

সময়ের কন্ঠ রিপোর্ট / ১৪৫ ৫৮০০০.০ বার পাঠক
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বিশেষ প্রতিবেদক

খিলগাঁও এিমোহনী নন্দীপ্রাড়া এলাকায় সাং: নায়েব বাড়ি তে বসবাস করে আসছিলেন মৃত মোঃ নায়েব আলীর পুএ মোঃ আক্কাস আলী। তার বসত বাড়ি টি ৫ শতাংশের ওপর। বসত বাড়িতেই ঘরের চারপাশে ছিল বিভিন্ন জাতের গাছ, পেয়ারা, শিলকড়ি, কাঁঠাল আরও অন্যান্য। আক্কাস আলীর বসত বাড়িটি তার পিতার সময়ে নির্মান করা হয়েছিল। বসত বাড়িতে অনেক কিছুই পরিবর্তন করে নির্মান করা প্রয়োজন হয়।তিনি বসত বাড়ির নির্মান কাজ শুরু করলে ঘটনাস্থলে ফ্যাসিবাদী লিগের নেতা ও তার পুএ আসেন। আক্কাস আলীর নির্মান কাজ বন্ধ করতে বলেন বাড়ি করতে হলে আগে করতে হবে দেখা ও রয়েছে আলোচনা। কি আলোচনা করবো জিজ্ঞেস করলে ঘটনাস্থলে মোঃ মামুনুর রশিদ মোঃ আক্কাস আলীর সাথে তর্ক বিতর্কে জরিয়ে এক পর্যায়ে আক্কাস আলীর গায়ে হাত তোলেন মোঃ মামুনুর রশিদ তার ছেলে গলায় চিপে ধরে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করেন। আক্কাস আলীর পরিবারের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং এবিসয়ে কারো সাথে আলোচনা করলে পরিবারের সবাইকে প্রান নাশের হুমকি দেন ও খারাপ ভাষায় গালিগালাজ করেন চলে যান। ঘটনাস্থলে থাকা সাক্ষীরদের সাথে নিয়ে ২৭/৬/২০২১ তারিখে খিলগাঁও থানায় উপস্থিত হয় আক্কাস আলী। থানার অফিসার ইনচার্জ নেন নি কোন পদক্ষেপ। আক্কাস আলী কে দেখিয়ে দেন কোর্টের দরজা নেননি অপরাধীর বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থ্যা। নিরুপায় হয়ে ২৮/৬/২০২১ তারিখে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সিআার মামলা দায়ের করেন। মামলা নং ১৭৪/ ২০২১ যাহার আইনি ধারা: ৪৪৭/৩৮৫/৩৭৯/৩২৩/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড জারি করে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয় আদালত। কোর্ট মামলাটি তদন্তে দেন পিবিআই ঢাকা মেট্রো দক্ষিন ৩১/১০/২০২১ খ্রিঃ তারিখে তদন্তের ডকেট প্রেরন করেন। তদন্তে ঘটনা’র সত্যতা বাদি আক্কাস আলীর পক্ষে ছিল। আইনি ব্যবস্থা গতিশীল এগুলেও মামুনুর রশিদ থেকে থাকেন নি। মামুনুর রশিদ খিলগাঁও এলাকায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতা ছিল ও তার পুএ যুবলীগের রাজনীতি তে যুক্ত ছিলেন। মামুনুর রশিদ এর সাথে যুক্ত ছিলেন একালায় থাকা সন্ত্রাসী যাদের দিয়ে আগে থেকেই তিনি ও তার পুএ চালিয়ে যাচ্ছে চাঁদাবাজি, জায়গা জমি দখল ও বিভিন্ন হামলা চালান খিলগাঁও এলাকায় এই ফ্যাসিবাদী নেতা। এলাকায় তিনি অনেকের কাছে ভূমিদস্যু নামে পরিচিত। এই ভূমিদস্যুর বিরুদ্ধে নেয় নি খিলগাঁও থানা কোন আইনি ব্যবস্থা। তার বিরুদ্ধে এলাকায় কারো সাহস হয়নি কখনো মুখ খোলার। আক্কাস আলী মুখ খোলায় প্রতিবাদ করায় তার ও পরিবারের সকল কে প্রান নাশের হুমকি ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতা মামুনুর রশিদ ও তার পুএ যুবলীগের নেতা। ন্যায় বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে আইনি গ্রহনে মর্জি হয়।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....