• বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা রাজধানী খিলগাঁও, ঈদুল আযহারের তৃতীয় দিনে ডিপুর পরিচ্ছন্ন কর্মীদের সাথে প্রেরণামূলক দেখা সাক্ষাৎ। কাউন্সিলর পতপ্রার্থী বিদেশে ভিক্ষাবৃত্তি, পাকিস্তানে হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল ৩ দিনে এলো সাড়ে ৭ হাজার কোটি টাকা, অর্থনীতিতে স্বস্তির বার্তা পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান প্রযুক্তির পাখায় উড়ছে সম্ভাবনা: আনসার সদস্য আবুল হোসেনের উদ্ভাবনী উড়োজাহাজ প্রবীণ সম্পাদকের অজান্তেই মামলা ও ওয়ারেন্ট: সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদ *বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান, বিএ অনার্স এমএ (ঢাবি)* গাজীপুর ১ আসনে জননেতা জনাব মো:হুমায়ুন কবির খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শিমুল আহমেদ (জসিম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের আগামীর ধানের শীষের কান্ডারী, জননেতা জনাব মোঃ হুমায়ুন কবির খান ব্রাক্ষণবাড়িয়া বিজেশ্বর সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভূঞার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের লিখিত অভিযোগ!

ইয়ামালের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে কী কমেন্ট করলেন নেইমার?

সময়ের কন্ঠ রিপোর্ট / ১৮৭ ৫৮০০০.০ বার পাঠক
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

চলতি মৌসুমে দারুণ পারফর্ম করছেন লামিন ইয়ামাল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা জিতেছে তাদের মৌসুমের প্রথম শিরোপা, সে ম্যাচে সমতা ফেরানো গোলটা ছিল তার। এরপর বুধবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষেও তিনি করেছেন দারুণ এক গোল, করিয়েছেন আরও দুটো।

এমন ধারবাহিকতা তো আছেই, তার পায়ের কারুকাজ বিমোহিত করেছে গোটা বিশ্বকে। তার পারফর্ম্যান্স চোখে পড়েছে নেইমারেরও। ইয়ামালে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে, রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের পর বার্সা সেনসেশনের করা এক ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করে এসেছেন ব্রাজিল তারকা।

গেল মৌসুমে ইয়ামাল স্পেনকে জিতিয়েছিলেন ইউরো ২০২৪ শিরোপা। এমন পারফর্ম্যান্স দিয়ে তিনি নিজেও জিতেছিলেন গোল্ডেন বয় পুরস্কার। ১৭ বছর বয়সে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয়েছেন।

কোচ হানসি ফ্লিকের অধীনে তার পারফর্ম্যান্স আরও শানিত হয়েছে। এতটাই যে নেইমারের মতো তারকার নজরেও চলে এসেছেন তিনি।

বেতিসের বিপক্ষে সবশেষ ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি। সে ম্যাচের পর ইনস্টাগ্রামে ম্যাচের ছবি দিয়ে পোস্ট করেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান একটি গানও।

এরপরই ইয়ামালকে চমকে দেন নেইমার। তিনি তার পোস্টে গিয়ে কমেন্ট করেন, ‘তুমি তো খুব ব্রাজিলিয়ান! নাচতে থাকো পাগলা!’

লামিন ইয়ামালের জীবনটা শুরু হয়েছে লিওনেল মেসির সঙ্গে। ছোট বেলায় একটি ফটোশুটের জন্য মেসি তাকে বাথটাবে গোসল করিয়ে দিয়েছিলেন। তবে তা সত্ত্বেও নেইমারই তার আদর্শ। সেটা বেশ কয়েকবার সাক্ষাৎকারে জানিয়েছেনও। সেই নেইমারের কমেন্ট নিজের পোস্টে পেয়ে ইয়ামাল আত্মহারাই হবেন নিশ্চয়ই!

তবে ইয়ামাল পারফর্ম্যান্স দিয়ে মেসি আর নেইমার দুজনকেই মনে করিয়ে দিচ্ছেন। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরলেই চোখে পড়ে। তার পক্ষে রায় দিয়েছেন মেসিরই সাবেক বার্সা সতীর্থ জেরার্ড দেলোফেউ।

তিনি সবশেষ বার্সেলোনা-রিয়াল বেতিস কোপা দেল রের ম্যাচটা দেখে এসেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছিলেন এই বিষয়ে। বলেছিলেন, ‘ইয়ামাল কি মেসি আর নেইমারের মিশেল?’

তবে ইয়ামালের জীবন সবে শুরু। তিনি আরও অনেক কিছুই জিতবেন, সম্প্রতি এমনটাই অভিমত দিয়েছেন তার বার্সেলোনা সতীর্থ রাফিনিয়া। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ইয়ামাল অনেকগুলো ব্যালন ডি’অর জিততে যাচ্ছে। অন্তত তিনটি তো বটেই!’ রাফিনিয়ার কথাটা সত্যি হোক, তা খুব করেই চাইবে বার্সেলোনা।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....