লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মিরিক পুর বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখায় তালা মেরে দুই মালিক পালিয়ে যাবার খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে এজেন্ট শাখাটি খোলা হয়।
গত ১৩/০১/২৫ তারিখ থেকে তা তালা বদ্ধ অবস্থায় দেখা যায়। খবর পেয়ে ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা প্রাথমিক পরিদর্শনে যান। এমতাবস্থায় গ্রাহকদের মধ্যে হতাশা বিরাজ করছে।
ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং মালিক আকবর এন্টারপ্রাইজ মালিক নাসির উদ্দিন বাড়ী বাঞ্চানগর এবং শহীদুল্লাহ্ জিয়া মিরিকপুর লক্ষ্মীপুর সদর । তারা মানুষকে বেশি লাভের লোভ দেখিয়ে টাকা জমা নিতো কিন্তু কোনো ব্যাংকের প্রিন্টিং রসিদ দিতোনা, গ্রাহক চাইলে বলতো নেট সমস্যা এছাড়া ও গ্রাহক থেকে তারা ফিঙ্গার প্রিন্ট নিতো চাহিদা মত টাকার, কিন্তু টাকা পুরো দিতো না দিলে ও ভেঙ্গে ভেঙে দিতো।
এ ছাড়া গ্রাহকদের নিকট থেকে অতি মাত্রায় লাভ এর প্রলোভন দেখিয়ে ভূয়া রশিদে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে বলে এলাকা বাসির সন্দেহ।