জয়নাল আবেদীন ফিরোজ(স্টাফ রিপোর্টার)
লক্ষ্মীপুরে ২০১৫ সালে পেট্রোল বোমা ও হত্যা মামলা থেকে জেলা জামায়াতের আমীর সহ ৩৭ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তারের আদালত এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ।
জানা যায়, ২০১৫ সালের ১লা ফেব্রুয়ারি নতুন মহিলা কলেজের সামনে সিএনজিতে বোমা নিক্ষেপ করে মানুষ হত্যার অভিযোগে পুলিশের এসআই মিঠুন মহাজন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় জেলা জামায়াতে ইসলামীর আমীর রুহুল আমিন ভূঁইয়াসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে ৩৭ জনের বিরুদ্ধে পুলিশ আলাদা দু’টি চার্জশীট দাখিল করেন। দীর্ঘ সময় মামলার সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রমাণিত হয় যে আসামিরা নির্দোষ ছিলেন। এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা না থাকায় অতিরিক্ত জেলা জজ আদালত-১ এর বিচারক ফারজানা আক্তারের আদালত সকলকে বেকসুর খালাস প্রদান করেন। আইনজীবী এডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ২০১৫ সালের ১লা ফেব্রুয়ারি পেট্রোল বোমা মেরে হত্যা মামলায় জেলা জামায়াতে আমীর সহ ৩৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন ধরে চলা মামলায় ১১ জন সাক্ষীদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় আসামিদের কেউ ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়। তাই আজ আদালত সকলের বেকসুর খালাস প্রদান করেন। এর মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি। জেলা জামায়াতে আমীর রুহুল আমীন ভূঁইয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে চলা মামলার ফলে আমাদের জেল খাটতে হয়েছে। শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতি হয়েছে। এই রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার পেয়েছি।