নয়ন আহমেদ বকুল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: আগামী ১৮ ই জানুয়ারি জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবীতে একাংশের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের পৌর মুক্তমঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রধান অতিথির বক্তব্য রাখেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা বি এন পির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন,সদর থানা বিএনপির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম রোমা, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশে জেলার প্রতিটি উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা ভোটার তালিকা হালনাগাদ না করে আগামী ১৮ই জানুয়ারি অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলন বন্ধ এবং রাষ্ট্র কাঠামোর ১১ দফা বাস্তবায়নের দাবী জানান।