লক্ষ্মীপুর প্রতিনিধি:
২০ নং চর রমণী মোহন ইউনিয়নের সন্ত্রাসী সালাউদ্দিন ও তার বাহিনী নিয়ে মেঘার কৃষকদের থেকে বিভিন্ন সময় চাঁদা দাবী করে, যারা চাঁদা দিতে পারে তারা চাষ করতে পারবে, যারা চাঁদা দিবেনা তাদেকে ধরে এনে শারিরীক নির্যাতন করে, এই সালাউদ্দিন বাহি এক সময় নেতৃত্ব দিয়েছে আওয়ামীলীগ নেতা আলমগীর, আওয়ামিলীগ ক্ষমতা ছাড়ার পর এই দল পরিচালা করে বিএনপির উপজেলা নেত্রী নয়ন মেম্বার। ছাত্র আন্দোলনে শহীদ সাব্বিরের মামা শরিফ, জুয়েলও ফাহাদ এর উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় তারা অনেকেই গুরুতর আহত হয়। শহীদ সাব্বিরের নানাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় নয়নী ও সালাউদ্দিন বাহিনি । সেখানে শহীদ সাব্বিরের মামা বাধা দিলে বিভিন্ন দল বল নিয়ে তাদের উপর এই হামলা চালায়।হামলায় আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতের ভর্তি আছে হামলার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী ।