লক্ষ্মীপুর প্রতিনিধি:
পিঠা উৎসব বাঙালির সংস্কৃতির একটি অংশ।শীতকাল আসলেই পিঠা খাওয়ার ধুম পড়ে গ্রাম থেকে শহরে। শীতকাল মানেই বাঙালির পিঠার মৌসুম,নতুন চাল, খেজুরের গুড় আর শীতের ঠান্ডা হাওয়া পিঠার স্বাদ আরো বেড়ে যায়। সংস্কৃতিকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে এন্ড কলেজ আয়োজন করেছে এই পিঠা উৎব, এখানে আছে ভাপাপিঠার, চিতইপিঠা,পাটিসাপটা ও পুলি আরো বিভিন্ন ধরনের পিঠা। উক্ত উৎসবে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজীব কুমার সরকার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সম্রাট খীসা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মো:রফিকুল ইসলাম খান, সার্বিক তত্ত্বাবধানে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো:হাবিবুর রহমান সবুজ। আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দু।শিক্ষার্থীরা প্রায় ১২০ থেকে ১৫০ ধরনে পিঠা এনেছে মেলায়। মেলাতে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এমন মেলা দেখে তাঁরা উচ্ছাস প্রকাশ করে,উপস্থিত সকলের প্রত্যাশা প্রতি বছর যেন এই উৎসবের আয়োজন করা হয়।