• রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
চাঁদাবাজিতে বাধা দেয়ায় পাথরঘাটা ও বরগুনায় ৬ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ প্রকাশ গাজীপুরের কাশিমপুরের নায়েবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে পুলিশ টাউন এলাকায় চলছে ছিনতাই দেশকে অশান্ত করার ছক তৈরী করেছে আ.লীগ: চরমোনাই পীর।। পুলিশ টাউন এলাকায় চলছে ছিনতাই পুলিশ কনস্টেবল মান্নার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, একাধিক বিয়ে ও সম্পত্তি আত্মসাৎ গাজীপুর ও টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে সহিংসতা, অপহরণ ও প্রশাসনের নীরবতা চরফ্যাশনে আহাম্মদপুর ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত -৬।। চরফ্যাসনে প্রবাসীর জমি জোর পূর্বক দখলের অভিযোগ প্রধান উপদেষ্টা সহ ২৩ দপ্তরে সুবিচার চেয়ে আবেদন।। ভোলার চরফ্যাশনে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বাড়িতে ফিরেনি ১৩ বছরের ইয়ামিন।।

পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ

সময়ের কন্ঠ রিপোর্ট / ২৯ ৫০০০.০ বার পাঠক
Update : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

বিশেষ প্রতিনিধি

৩ লাখ টাকায় মিলবে সিনিয়র একাউন্টস অফিসার পদে পিডিবির সরকারি চাকরি।
পিডিবি সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন প্রতারক হানিফ। ১০/৬/২০১৯ সালে আনুমানিক সকাল ১১,৩০ মিনিটে কাতলাপুরে ভুক্তভোগী আব্দুল হাই এর অফিসে আলোচনা হয়। চাকরির কোন নিয়োগের তথ্য জানতে চাইলে এরিয়ে যান হানিফ। হানিফ জিজ্ঞাসা করলে আব্দুল হাই এর আত্নীয় হয় ভুক্তভোগী তারা বলেন আমাদের দেওয়ার মতো এত সামর্থ নেই। হানিফ বলেন তাহলে ২ লাখ টাকা দেন নিয়োগ এর পরে বাকিটা দিবেন। আলোচনায় হানিফের ঠিকানা জানতে চাইলে তিনি জানান তার স্ত্রী মোসা শামিমা রহমান ভার্ক এনজিও তে চাকরি করেন ও তারা সপরিবারে এ/পি উওর তালবাগ আব্বাস ক্লিনিকের পাশেই ভাড়া থাকেন।

ভুক্তভোগী অনেক কষ্টে ১লাখ ৪৬ হাজার টাকা জোগাড় করেন ও হানিফ কে জানান যে নিয়োগের সময় বাকি লেনদেন করা হবে। তিনি ১ লাখ ৪৬ হাজার টাকা আব্দুল হাই এর নিকট থেকে বুঝে নেন। তার কয়েক মাস পার হয়ে গেলেও যোগাযোগ হচ্ছে না হানিফের । ভুক্তভোগী যোগাযোগ এর চেষ্টা করলে এরিয়ে যান প্রতারক হানিফ। মোবাইল ফোনে যোগাযোগ করলে হানিফ সময় চান বলেন অপেক্ষা করতে হবে। ২০১৯,থেকে ২০২৪ সালে ও প্রতারক হানিফ এর মিলছে না দেখা। ভুক্তভোগী তার ঠিকানায় খুঁজতে গেলে পাওয়া যায় না তাঁর খোঁজ । প্রতারক হানিফ দেয় নি পিডিবি সরকারি চাকরি ভুক্তভোগী তার দেওয়া অর্থ ফেরত চাইলে তাকে এরিয়ে যান ও আরও চান সময়। পরবর্তী তে ভুক্তভোগী ও আবদুল হাই এর আত্নীয়দের নিয়ে প্রতারক হানিফের ঠিকানায় জান ও হানিফ কে বাসায় পেয়ে আলোচনা করে প্রতারক হানিফ ২৪ হাজার টাকা ফেরত দেন বাকি ১লাখ ২২ হাজার টাকা পরবর্তী ১ মাসের মধ্যে ফেরত দিবেন এমন আশ্বাস দেন ভুক্তভোগী আব্দুল হাই কে। ২০২৪ সালে কয়েক বার আলোচনা হয় কিন্তুু ভুক্তভোগীর টাকা ফেরত দেওয়ার কথা আর বলছেন না প্রতারক হানিফ।
অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে যান হানিফের স্ত্রী শামিমা রহমান এর নিকট। সকল বিসয় বললে তিনি এ বিসয়ে আলোচনা করলেন না এরিয়ে গেলেন । অনেক রিকুয়েষ্ট করলেও কোন কথা শুনলেন না প্রতারক এর স্ত্রী শামিমা রহমান। একই ছাদের তলায় আছেন সরকারি ভার্ক ইনজিও এর কর্মকর্তা শামিমা রহমান ও সরকারি চাকরি দেওয়ার প্রতারক হানিফ। সরকারি চাকরি দেওয়ার কথা বলে প্রতারনা করে ও রয়েছে ধরা ছোরায় বাইরে। কিভাবে অপরাধী হয়েও ঘুরে বেড়াচ্ছে তার এলাকায় তালবাগ। অনেক চেষ্টা করেও সুবিচার পাননি ভুক্তভোগী আব্দুল হাই। নাকি প্রতারক হানিফ কে আড়াল থেকে দিচ্ছে কেউ সাপোর্ট। কার সহযোগিতায় অপকর্ম করেও টিকে রয়েছে নিজ ভাড়া বাসায় তালবাগ। প্রতারক হানিফের নিকট ভুক্তভোগী আব্দুল হাই তার অর্থ ফেরত চাইলে নানান রকম কথা বার্তা বলেন। এক পর্যায়ে ভুক্তভোগী আবদুল হাই কে দেখে নিবে এমন হুমকি দেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী আব্দুল হাই ৭/১/২০২৫ ইং তারিখ সাভার মডেল থানায় প্রতারক হানিফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই প্রতারক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মর্জি হয় ও আইনের আওতায় এনে সুবিচারের দাবি করেন ভুক্তভোগী আব্দুল হাই।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো নিউজ