নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত টাঙ্গাইলের শহীদ বিপ্লব গাজীপুরে মাওনা চৌরাস্তায় গুলিতে নিহতের মামলার বাদীকে মুঠোফোনে আসামীর পক্ষে তদবির চেষ্টা করছেন আওয়ামী দালাল সাংবাদিক রহমান উজ্জ্বল।
জানা যায়, আজ রবিবার ১৯জানুয়ারী বিকালে বিপ্লব হত্যা মামলায় আসামী কাশিমপুর থানার আওয়ামী লীগের অর্থদাতা মাহাবুব এর বিষয়ে অনুরোধ করে টাঙ্গাইলের নব্য আওয়ামী দালাল সাংবাদিক রহমান উজ্জ্বল।
মুঠোফোনে বলা হয়, মাহাবুব আমার আত্নীয় বিধায় তার নামটি এই মামলায় আসামী করা ঠিক হয়নি।
নামটি কেটে দেওয়ার অনুরোধ করা হয়।
নাম কাটার অস্বীকৃতি জানালে রাগান্বিত স্বরে হুমকি প্রদর্শনমূলক বাক্য ব্যবহার করে।
এ বিষয় টি নিয়ে সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা হয় রহমান উজ্জ্বল সাংবাদিকের।
আওয়ামী দালাল সাংবাদিক রহমান উজ্জ্বল সম্পাদকের প্রশ্নের উত্তরে নানা অবান্তর কথা শুনায়।
এ ব্যাপারে সাংবাদিক রহমান উজ্জ্বলের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে সময়ের কন্ঠের সম্পাদক মতামত ব্যক্ত করেন।