স্টাফ রিপোর্টার।।ভোলার চরফ্যাশনে ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বাড়িতে ফিরেনি হাফেজি মাদ্রাসার ছাত্র ১৩ বছরের ইয়ামিন।ঘটনাটি ঘটে চরফ্যাশন উপজেলাধীন জিন্নাগড় ৮ নং ওয়ার্ডের বাড়ীর উত্তর পার্শে ছাগল বানতে গিয়ে বাসায় ফিরেনি ইয়ামিন। মোঃমুছা জানান কাশেম হাজী সাহেবের মাদ্রাসায় পরে আমার ছেলে ২ ই জানুয়ারী ২০২৫ ইং রাত ২.৩০ সময় আমার ছেলে নিখোঁজ হয়েছে। মাতা নাজমা বেগমের বলেন আমার ছেলে খুবই ভালো একজন ছাত্র ছিল,কিন্তু কি হলো
আমরা জানিনা তিনি বলেন যাওয়ার পরে মাদ্রাসায় গিয়ে খোজ নিয়ে শুনলাম ছাত্রদের কাছে নাকি বলল পালিয়ে ঢাকা চলে যাবে কিন্তু আসলে কি ঢাকা গেলো না কি হলো তা আমরা জানিনা।
মোঃইয়ামিন(১৩) পিতা,মোঃমুছা,মাতা,নাজমা বেগম,গ্রাম, উত্তর চর মাদ্রাজ ইউনিয়ন জিন্নাগড়, থানা/ উপজেলা চরফ্যাশন, জেলা ভোলা,শারিরিক গড়নঃচোখ,টানা টানা,গায়ের রং শ্যামলা,মাপ,৫ ফিট ৫ ইন্সি,নাক লম্বা । মোবাইল নং ০১৬৭৪৪৪৩২৬০। চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে যার নং ৭৪০/১৮/০১/২০২৫ ইং।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমিজানুর রহমান হাওলাদার বলেন এবিষয়ে আমাদের একটি সাধারণ ডায়েরি হয়েছে তদন্ত চলছে।