• বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঢাকা রাজধানী খিলগাঁও, ঈদুল আযহারের তৃতীয় দিনে ডিপুর পরিচ্ছন্ন কর্মীদের সাথে প্রেরণামূলক দেখা সাক্ষাৎ। কাউন্সিলর পতপ্রার্থী বিদেশে ভিক্ষাবৃত্তি, পাকিস্তানে হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল ৩ দিনে এলো সাড়ে ৭ হাজার কোটি টাকা, অর্থনীতিতে স্বস্তির বার্তা পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান প্রযুক্তির পাখায় উড়ছে সম্ভাবনা: আনসার সদস্য আবুল হোসেনের উদ্ভাবনী উড়োজাহাজ প্রবীণ সম্পাদকের অজান্তেই মামলা ও ওয়ারেন্ট: সাংবাদিক মহলে তীব্র প্রতিবাদ *বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান, বিএ অনার্স এমএ (ঢাবি)* গাজীপুর ১ আসনে জননেতা জনাব মো:হুমায়ুন কবির খানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছেন, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক শিমুল আহমেদ (জসিম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের আগামীর ধানের শীষের কান্ডারী, জননেতা জনাব মোঃ হুমায়ুন কবির খান ব্রাক্ষণবাড়িয়া বিজেশ্বর সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবিতা ভূঞার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের লিখিত অভিযোগ!

কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: জানালেন কোনাবাড়ি থানার (ওসি)

সময়ের কন্ঠ রিপোর্ট / ২১০ ৫৮০০০.০ বার পাঠক
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি হাউজিংয়ের ভেতরে প্রায় অর্ধশতাধিক মাদকাসক্ত যুবক বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে প্রবেশ করে কয়েকটি দোকানের শাটার শাটার ও কয়েকটি বাড়ির গেট এবং জানালা ভাঙ্চুর করে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার হাউজিংয়ের একটি বাড়ির মালিক সালাউদ্দিন সিদ্দিকীর মৃত ছেলের কুলখানি করার জন্য আলোচনায় বসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কোনাবাড়ি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেনের ছেলে সালিম ও তার একান্ত সহযোগী ইমরুল সহ অন্যান্য অর্ধশতাধিক যুবকদের নিয়ে ওই আলোচনা পন্ড করার জন্য হামলা চালায় বলে অভিযোগ করেন ৮ নং ওয়ার্ড ব বিএনপি’র সহ-সভাপতি বারেক সরকার।
তিনি আরো অভিযোগ করে বলেন, বিভিন্ন ভাবে আরো একাধিকবার অনেক নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছেন সালিম ও তার সহযোগিরা।
এতে করে ওই হাউজিং এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক,
হাউজিংয়ের বিভিন্ন ফ্লাটের ভাড়াটিয়ারা বলেন, বৃহস্পতিবার রাত দশটার দিকে হঠাৎ করেই বিভিন্ন দোকানের সাটারে দাঁড়ালো কোবা দিয়ে কোপাতে থাকে। এ সময় অনেক দোকানদারেরা দোকান রেখে দ্রুত পালিয়ে যায় জীবন রক্ষার্থে। এদিকে প্রত্যেকটা বাড়ির প্রধান ফটক ভিতর থেকে আটকে দেয়। এ সময় প্রায় এক ঘন্টা ধরে ওই এলাকার মানুষ জিম্মি হয়ে থাকে বলে জানান ভুক্তভোগীরা।

মহানগরীর ৮ নং ওয়ার্ডের সহ-সভাপতি বারেক সরকার ও মিরাজ এর বাড়ির ম্যানেজার সহ আরো অনেকেই অভিযোগের সুরে জানান, প্রত্যেকটি বাড়ির নিচ তলায় একাধিক দোকান করা হয়েছে। এসব দোকানের শাটার গুলো ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তছনছ করে দিয়েছে।

সরে জমিনে দেখা গেছে, মহিউদ্দিনের একাধিক দোকান, শহীদের একাধিক দোকান, আতাউর রহমানের দোকানে, আজিজের দোকানে, নাসিমার দোকানে, জুয়েল মিয়ার দোকানে, ডাক্তার ফরিদের দোকানে, নুরু মিয়ার দোকানে, শাওনের দোকানে, স্বপনের দোকানে এরকম আরো কয়েকটি দোকানের শাটারে কুপিয়েছে। এরপরে অপুখান, জুয়েল মিয়া, মিলন, মজনুদের বাড়ির জানালাও গেটে কুপের দাগও দেখা গেছে।

ওই হাউজিং এর একটি বাড়ির মালিক মিরাজ এর ম্যানেজার দুলাল মিয়া জানান বৃহস্পতিবার রাতে আনুমানিক দশটার দিকে হঠাৎ করেই প্রায় অর্ধশতাধিক উশৃংখল যুবক এসে ব্যাপক হামলা চালায়। এ সময় আমরা ভয়ে কেউই তাদের সামনে আসতে সাহস না পেলেও দূর থেকে রক্ষা করি। লক্ষ্য করে দেখা গেছে কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়ার ছেলে মাদকাসক্ত সালিম ও তার একান্ত সহযোগী ইমরুল সহ অর্ধশতাধিক উশৃংখল যুবক এসে এই হাউজিংয়ে ব্যাপক তাণ্ডব চালায়। পরবর্তীতে স্থানীয় লোকজন কোনাবাড়ি থানায় সহযোগিতার জন্য ফোন করলে ঘটনাস্থলে কোনাবাড়ি থানার ওসি উপস্থিত হন। ওসি’র উপস্থিতিতে ওই হামলাকারীরা দ্রুত হাউজিং ছেড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী হাউজিং মালিকরা কোনাবাড়ী থানার ওসিকে ওই হামলার ঘটনার বিবরণ দেন বলে জানান বারেক সরকার সহ ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ইমরুল বিগত ২০০৯ সাল থেকে বিভিন্ন মাদক সেবন করে আসছে তার মধ্যে মরণঘাতী ইয়াবা ট্যাবলেট রাতে ও দিনেও সেবন করে বলে জানা গেছে। আরো তথ্য নিয়ে জানা গেছে ইমরুলকে তার বাবা বিভিন্ন সময় কয়েক লক্ষ টাকা করে দিয়েছেন ব্যবসা করার জন্য। কিন্তু ইমরুল সেই টাকা দিয়ে ব্যবসা না করে তাহার সহযোগীদের নিয়ে মাদক সেবন করে। এরকমভাবে তার মা ও বাবা এবং বড় ভাই প্রবাসী সবাই ইমরুলের প্রতি বিমুখ হয়ে গেছে।

কোনাবাড়ি থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, বিএনপি’র দু গ্রুপের সাথে সংঘর্ষ হয় এ সময় হাউজিংয়ের কিছু দোকানের শাটারের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত চলেছে তদন্তের ফলাফল হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....