নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও থানাধীন সিপাহীবাগ ভূঁইয়া পাড়ায় চা ব্যবসায়ী এক নারীকে মারধর ও টাকা-পয়সা ও মোবাইল চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দা মোঃ রবিন, মোসাঃ হেনা বেগম এবং মোঃ লাবু মিয়া বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী হাজেরা খাতুন (৪২)।
অভিযোগে জানা গেছে, হাজেরা খাতুন তার স্বামী মোঃ মোশারফ হোসেন (৫২) নিয়ে ১৭ মার্চ ২০২৫ তারিখে ২ নম্বর বিবাদী মোসাঃ হেনা বেগমের ভাড়া বাসায় গেলে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। প্রতিবাদ করার পর বিবাদীগণ তাকে কিল-ঘুষি মেরে গুরুতর আঘাত করে। একপর্যায়ে, ১ নম্বর বিবাদী মোঃ রবিন হাজেরাকে মুখ ও নাকে স্বজোরে ঘুষি মেরে রক্তাক্ত করেন। এছাড়া তার কাছ থেকে ৪৫ হাজার টাকা ও একটি অপো মোবাইল ফোন চুরি করা হয়।
ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদীগণ তাকে হত্যার হুমকি প্রদান করে। পরে, হাজেরার ছেলে রবিউল (২৪) তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তার মুখে এবং নাকে ছয়টি সেলাই দেন।
হাজেরা খাতুন অভিযোগ দায়ের করতে বিলম্ব হওয়ার কারণ হিসেবে বলেন, তিনি কিছুটা সুস্থ হয়ে আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে থানায় আসেন।
এ ব্যাপারে খিলগাঁও থানা পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।