গত ২৪ মার্চ, ২০২৫ ইং সময়ের কণ্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালে ‘টেন্ডারকৃত রাস্তার কাজে যুবদল নেতার বাধা, ৭ দিন যাবৎ কাজ বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সেলিম কাজল।
প্রতিবাদে তিনি বলেছেন, ‘আমাকে জড়িয়ে সময়ের কণ্ঠস্বর অনলাইন নিউজ পোর্টালে ও ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন ও সংবাদ প্রকাশ করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এলাকার রাস্তা মেরামত সংক্রান্তের তথ্যকে ভিন্ন ভাবে উপস্থাপন করে সামাজিক ভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এই ঘটনা সাজানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর ঘোষণা দেওয়ার পরই একটি পক্ষ আমাকে নিয়ে চক্রান্তের ছক কষতে থাকে। আমার সরলতা ও সমাজসেবাকে পুঁজি করে আমাকে ষড়যন্ত্র মূলকভাবে ফাঁসানোর পাঁয়তারা করছে। মূলত পরিকল্পিতভাবে আমাকে হেনস্তা করার জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মুখরোচক সংবাদ প্রকাশে উৎসাহিত করে। আমি প্রকাশিত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ সেইসাথে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।