• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরির অভিযোগ দোষীদের আড়াল করার চেষ্টা, ৮১ হাজার কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলে সেবা বিঘ্নিত হলে দুঃখপ্রকাশ করা বাধ্যতামূলক ভারত ও পাকিস্তান ব্যয়বহুল যুদ্ধের সামর্থ্য রাখে না ডিউটি সিডিউল ভুল করার কারণে প্রত্যাহার হলেন কেন্দ্রসচিব হল সুপার ও কক্ষ পর্যবেক্ষক কাউন্দিয়া পুলিশ ফাঁড়ি’র ইনচার্জের ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা ব্যবসা (পর্ব- ১) কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা—৯৪ নং আবাসিক ভবন রাজউক কর্তক অবৈধ নকশায় নির্মাণ করার প্রমাণিত হওয়ায় মালিককে চিঠি পর্ব ২ কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন খিলগাঁওয়ে গৃহবধূ ও তার পরিবারের উপর বর্বর হামলা: প্রাণনাশের হুমকি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেছেন। বাড়িয়ালা ময়না বেগম নেতৃত্বে  কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ওসি’র বিরুদ্ধে হয়রানির সূত্রে  স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরে লিখিত অভিযোগ

সময়ের কন্ঠ রিপোর্ট / ৬৭ ৫৮০০০.০ বার পাঠক
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

আল মামুন ও মো গোলাম রব্বানী, ঠাকুরগাঁও প্রতিনিধি॥

ঠাকুরগাঁওয়ে প্রতিপক্ষের কাছে প্রভাবিত হয়ে মামলা না নেওয়া, অন্যায়ভাবে হয়রানী ও জেল খাটানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হরিপুর থানার ওসি ও ওসি তদন্ত’র বিরুদ্ধে। ভয় ভিতি প্রদর্শণ করে বড় অংকের টাকা দাবী করারও অভিযোগ উঠেছে ওসি জাকারিয়া মন্ডল ও ওসি(তদন্ত) শরিফুল ইসলামের বিরুদ্ধে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, আইজিপি ঢাকা, ডিআইজি রংপুর , জেলা প্রশাসক ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল (পীরগঞ্জ ও হরিপুর) বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।

লিখিত অভিযোগে জানাযায়, একটি বিরোধকে কেন্দ্র করে রফিকুল ইসলাম গত বছরের জুলাই মাসের ৩০ তারিখ রাতে স্থানীয় জিয়াউর রহমান সহ ০৮ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সি.আর- ২২২/২৪ নং মামলা দায়ের করলে আদালত তার তনন্তের ভার হরিপুর থানাকে দেয়। এর পর থেকেই হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল ও ওসি (তদন্ত) শরিফুল ইসলাম সে মামলার সঠিক তদন্ত না করে এবং তদন্তের রিপোর্ট বিজ্ঞ আদালতে পেশ না করে মামলায় অভিযুক্ত জিয়াউর রহমানের পক্ষপাতিত্ব করে উল্টো ভুক্তভোগী রফিকুলের বিরুদ্ধেই কাউন্টার অভিযোগ নেয় এবং রফিকুলের পরিবারকে ভয়ভীতি প্রদর্শণের মাধ্যমে বিভিন্ন সময় মোটা অংকের টাকা দাবী করে আসছেন।

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, আমি ক্ষতিগ্রস্ত হয়ে আদালতের স্মরনাপন্য হয়ে একটি মামলা দায়ের করলে আদালত সে মামলার তদন্তের ভার থানায় দেয়। এর পর থেকেই আমাদের হয়রানীর পরিমান বেড়ে যায় এবং আমরা পরিবার আর পরিবারের সদস্যদের নিয়ে এখন সংকিত। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তাই এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, জমিজমার বিষয় নিয়ে এখানে একটা বাজে অবস্থার সৃষ্টি হয়ে আছে। একাধিক কাউন্টার মামলা হলে একাধিকবারই স্থানীয়ভাবেই বসা হয়েছে। আশা করছি পরবর্তী বসার দিনে সমাধান দিতে পারবো। তবে হয়রানী বা অন্যায়ভাবে টাকা দাবীর বিষয়ে তিনি বলেন, অসন্তুষ্ট হলে যে কেউই অভিযোগ করতে পারে।

এসপি সার্কেল (পীরগঞ্জ ও হরিপুর) আবদুল হাই সরকার জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। এ বিষয়ে অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে বাদী ও বিবাদী দু পক্ষকে নিয়ে আমরা বসবো। আর ভুক্তভোগী রফিকুল ইসলামের লিখিত অভিযোগের বিষয়ে আমরা তদন্ত করে দেখলে আশা করছি তার আর অভিযোগ থাকবেনা।

আল মামুন ও মো গোলাম রব্বানী,
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
০১৭৩৭৫২৭৮৩৩


আপনার মতামত লিখুন :
জাতীয় আরো খবর.....